পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: বিরোধীদের বাড়িতে আগে প্ররিস্রুত জল পৌঁছে দিতে বললেন অভিষেক - Abhishek Banerjee asked to deliver the filtered water to the houses of the opposition

বুধবার ডায়মন্ড হারবারে জল প্রকল্পের উদ্ধোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায় (AbhisheK Banerjee In Diamond Harbar) ৷ এই প্রকল্পের উদ্বোধন মঞ্চ থেকে কেন্দ্রকে কটাক্ষ করেন তিনি ৷ একশো দিনের প্রকল্পের টাকা নিয়ে কেন্দ্রকে উদ্দেশ্য করে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার একদিকে বলছে সবকা সাথ, সবকা বিকাশ। অথচ বাংলাকে 100 দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না। আমরা দেখেছি বাংলা ছাড়া সমস্ত রাজ্যকে কেন্দ্র একশো দিনের টাকা দিয়েছে।"

Abhishek Banerjee
'উন্নয়েনর কাজে কোনও রাজনীতি নয়, বিরোধীদের বাড়িতে আগে জল সংযোগ যাবে,' অভিষেক

By

Published : Aug 10, 2022, 10:11 PM IST

ডায়মন্ড হারবার, 10 অগস্ট: "মানুষ আমাদের নির্বাচন করেছেন, উন্নয়নের কাজে রাজনীতি চাই না," ডায়মন্ড হারবারে জলের প্রকল্পের উদ্বোধনে এসে একথাই বললেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বুধবারের এই উদ্বোধন মঞ্চ থেকে প্রকল্পের চিফ ইঞ্জিনিয়রদের নির্দেশ দেন, এলাকায় বিরোধীদের ঘরে আগে পানীয় জল সংযোগ দেওয়ার ৷ তিনি আরও বলেন, "যাঁরা তৃণমূল কংগ্রেস করেন তাঁদের জলের কানেকশন দশ দিন পরে হলেও তাঁরা মেনে নেবেন (Every House in Diamond Harbour will Get Running water Soon)। কিন্তু উন্নয়নের কাজে কোনও রাজনীতি চাই না । এক্ষেত্রে আমাদের এই দৃষ্টান্ত তৈরি করতে হবে যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাঁদের জন্য যেমন কাজ করব। যারা ভোট দেননি তাঁদের জন্যও কাজ করব।‘‘

আরও পড়ুন: অভিষেক ঘনিষ্ঠরাই নতুন মন্ত্রী ? মমতার মন্ত্রিসভাতেও কি দীর্ঘায়িত হচ্ছে তাঁর ছায়া ?

এই সভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে একহাত নেন ৷ কেন্দ্র সরকারকে কটাক্ষ করে বলেন, "সরকার একদিকে বলছে সবকা সাথ, সবকা বিকাশ। অথচ বাংলাকে 100 দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না। আমরা দেখেছি বাংলা ছাড়া সমস্ত রাজ্যকে কেন্দ্র একশো দিনের টাকা দিয়েছে । বাংলা এদের বলে বলে গোল দিয়ে হারিয়েছে । তাই গায়ে লেগেছে । ডায়মন্ড হারবারের কথাই ধরি সেখানে তো আমি সব বুথে জিতিনি । যেখানে আমি জিতিনি । সেখানে মানুষের উন্নয়নের কাজ করব না ! এটা হতে পারে ! সকলের জন্য কাজ হবে ৷"

বিজেপির বিমাতৃসুলভ আচারণ প্রসঙ্গেই অভিষেক বলেন, "100 দিনের কাজ অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকার প্রশ্ন প্রায় 9 হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আমাদের সংসদ জহর সরকার প্রশ্ন করেছিলেন সবাইকে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে । আর পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে শূন্য। অতএব আপনি প্রমাণ করছেন, বাংলা আপনাকে হারিয়ে দিয়েছে বলে আপনি বাংলাকে বঞ্চিত করে রাখবেন।‘‘

আরও পড়ুন: দুর্নীতিগ্রস্তদের পাশে থাকবে না দল, জেলা তৃণমূল নেতৃত্বকে কড়া বার্তা অভিষেকের

সেই সঙ্গে কেন্দ্র সরকারকে চ্যালেঞ্জে ছুঁড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''আপনাদের যতগুলি সাংসদের ক্ষেত্র আছে দেখান আগামী দু'বছরের মধ্যে কোনও লোকসভা এলাকায় প্রত্যেক বাড়িতে বাড়িতে আপনি পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে পারবেন। আমি বলছি আপনি পারবেন না। এটা একমাত্র ডায়মন্ডহারবারেই সম্ভব। ভারতের প্রধানমন্ত্রী তো বলেছিলেন, 2022 এর অগস্ট মাসের মধ্যে সবার মাথার উপর ছাদ তিনি তৈরি করে দেবেন। আগস্ট মাস তো পড়ে গিয়েছে ! কোথায় কতজনের মাথার ছাদ করলেন তিনি ? খালি ভাওতা। তিনি বলেন, "মা-মাটি মানুষের সরকারের প্রাধান্য লক্ষ্য হল নাগরিকদের জল, রাস্তা উন্নয়ন। এই কাজ নিরবিচ্ছিন্নভাবে চলবে। আর তাতে যদি কোনওভাবে কোনও অস্বচ্ছতা লক্ষ্য করা যায় দল মেনে নেবে না।‘‘

ABOUT THE AUTHOR

...view details