ডায়মন্ড হারবার, 10 অগস্ট: "মানুষ আমাদের নির্বাচন করেছেন, উন্নয়নের কাজে রাজনীতি চাই না," ডায়মন্ড হারবারে জলের প্রকল্পের উদ্বোধনে এসে একথাই বললেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বুধবারের এই উদ্বোধন মঞ্চ থেকে প্রকল্পের চিফ ইঞ্জিনিয়রদের নির্দেশ দেন, এলাকায় বিরোধীদের ঘরে আগে পানীয় জল সংযোগ দেওয়ার ৷ তিনি আরও বলেন, "যাঁরা তৃণমূল কংগ্রেস করেন তাঁদের জলের কানেকশন দশ দিন পরে হলেও তাঁরা মেনে নেবেন (Every House in Diamond Harbour will Get Running water Soon)। কিন্তু উন্নয়নের কাজে কোনও রাজনীতি চাই না । এক্ষেত্রে আমাদের এই দৃষ্টান্ত তৈরি করতে হবে যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাঁদের জন্য যেমন কাজ করব। যারা ভোট দেননি তাঁদের জন্যও কাজ করব।‘‘
আরও পড়ুন: অভিষেক ঘনিষ্ঠরাই নতুন মন্ত্রী ? মমতার মন্ত্রিসভাতেও কি দীর্ঘায়িত হচ্ছে তাঁর ছায়া ?
এই সভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে একহাত নেন ৷ কেন্দ্র সরকারকে কটাক্ষ করে বলেন, "সরকার একদিকে বলছে সবকা সাথ, সবকা বিকাশ। অথচ বাংলাকে 100 দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না। আমরা দেখেছি বাংলা ছাড়া সমস্ত রাজ্যকে কেন্দ্র একশো দিনের টাকা দিয়েছে । বাংলা এদের বলে বলে গোল দিয়ে হারিয়েছে । তাই গায়ে লেগেছে । ডায়মন্ড হারবারের কথাই ধরি সেখানে তো আমি সব বুথে জিতিনি । যেখানে আমি জিতিনি । সেখানে মানুষের উন্নয়নের কাজ করব না ! এটা হতে পারে ! সকলের জন্য কাজ হবে ৷"