কুলতলি, 24 জানুয়ারি: আজ ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের কুলতলিতে জনসভা করলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷ যে সভায় তিনি কী নিয়ে ভাষণ দেবেন, তার বিষয় বস্তু অবশ্য় বিরোধী বিজেপি শিবির আগেই তৈরি করে দিয়েছিল ৷ প্রথম বিষয়টি অবশ্য়ই সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী এবং তাঁর অভিষেকের বিরুদ্ধে আনা তোলাবাজ অভিযোগ ৷ আর দ্বিতীয় বিষয়বস্তু তৈরি হয় গতকাল ৷ ভিক্টোরিয়া মেমোরিয়ালে মুখ্য়মন্ত্রীকে উদ্দেশ্য় করে তোলা ‘জয় শ্রীরাম’ স্লোগান ও অপমানিতবোধ করা মুখ্য়মন্ত্রীর বক্তৃতা না দিয়ে মঞ্চ থেকে নেমে যাওয়া ৷ এই দুইয়ে মিলিয়ে এদিন কুলতলির জনসভা থেকে বিজেপিকে তুলোধনা করতে ছাড়লেন না অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷
সভার শুরুটাই করেন 2021-এ আবারও তৃণমূলের সরকার গড়ার ডাক দিয়ে ৷ যেখানে অভিষেক স্লোগান তুললেন, ‘‘যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি ।’’ বিজেপি শিবিরকে বার্তা দিতে চাইলেন, কেন্দ্রীয় শক্তির মদতে ষড়যন্ত্র করেও নবান্নের দখল বিজেপি নিতে পারবে না ৷ আর তারপরই গতকাল ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গে ঢুকে যান অভিষেক ৷ যেখানে বিজেপির বিরুদ্ধে নেতাজি জন্মজয়ন্তীকে কলুষিত করার অভিযোগ আনলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷ তিনি বলেন, ‘‘শুধু বিজেপির বন্ধুরা কেন? দেশের সব মানুষ জয় শ্রীরাম বলুন, তাতে আমার আপত্তি নেই ৷ কিন্তু, সেটা নিজের ঘরে, রামের মন্দিরে গিয়ে বলুন ৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর মঞ্চকে ধর্মীয় বা রাজনীতির আখড়া কেন বানানো হল?’’ এরপরই তিনি অভিযোগ করেন, মুখ্য়মন্ত্রী মঞ্চে বক্তৃতা দিতে ওঠার সময়, জয় শ্রীরাম স্লোগান তুলে নেতাজির জন্মজয়ন্তীকে কলুষিত করার চেষ্টা করেছে বিজেপি৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায় মঞ্চে বক্তব্য় রাখতে ওঠার সময় পরিকল্পিতভাবে তাঁকে অপমান করা হয়েছে ৷ এই প্রসঙ্গে, গত লোকসভা ভোটের আগে উত্তর কলকাতায় অমিত শাহর মিছিল থেকে বিজেপির বিদ্য়াসাগর কলেজে ভাঙচুরের প্রসঙ্গ টেনে আনেন অভিষেক ৷ তিনি বলেন, ‘‘সেই সময় বিদ্য়াসাগরের মূর্তি ভাঙার পর বিজেপিকে যোগ্য় জবাব দিয়েছিল বাঙালি ৷ এবার নেতাজিকে অপমান করেছে বিজেপি, তারও জবাব দিতে হবে ৷’’
তবে, এখানেই থামেননি তৃণমূল যুব সভাপতি ৷ সদ্য় বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীকেও এদিন সভামঞ্চ থেকে নিশানা করেন অভিষেক ৷ সম্প্রতি অভিষেকের বিরুদ্ধে তোলাবাজি, অপহরণ, গোরুপাচার সহ একাধিক অভিযোগ এনেছেন শুভেন্দু ৷ তার জবাবে শুভেন্দুকে আইনি নোটিসও পাঠিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷ আজ সেই কথা জানিয়ে অভিষেক এবার পালটা শুভেন্দুর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনলেন ৷ আজ সভায় একটি চিঠি তুলে ধরে তিনি দাবি করলেন, সেটি সারদা কর্তা সুদীপ্ত সেনের লেখা ৷ এবং সেই চিঠি পড়ে শুনিয়ে অভিষেক অভিযোগ করলেন, সুদীপ্ত সেন সারদা চিটফান্ডের 6 কোটি টাকা শুভেন্দু অধিকারীকে দিয়েছিলেন ৷ একথা দিল্লির এক আধিকারিককে এই চিঠি লিখে খোদ সুদীপ্ত সেন জানিয়েছিলেন বলে এদিন অভিযোগ করেন অভিষেক ৷ তবে, শুধু এই 6 কোটি টাকা নয় ৷ সুদীপ্ত সেন রাজ্য় ছেড়ে পালানোর আগের রাতে শুভেন্দু নাকি তাঁর কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিলেন ৷ চিঠি পড়ে শুনিয়ে এমনই অভিযোগ করেন তৃণমূল সাংসদ ৷ এরপরেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বলেন, ‘‘শুভেন্দু অধিকারী প্রমাণ করুক আমি তোলাবাজ ৷ হাত পেতে টাকা নিতে দেখা গেছে শুভেন্দুকে, আমাকে নয় ৷ তাই আমি প্রমাণ হিসেবে সুদীপ্ত সেনের এই চিঠি দেখা তুলে ধরেছি ৷ কিন্তু আমার বিরুদ্ধে শুভেন্দু তোলাবাজির অভিযোগ প্রমাণ করুক ৷ আমি রাজনীতি ছেড়ে দেব ৷’’
আরও পড়ুন : মোদির সামনে ভিক্টোরিয়ায় ‘জয় শ্রীরাম’ শুনে ভাষণ দিলেন না ক্ষুব্ধ মমতা