ভাঙড়,11 অগাস্ট : ফুরফরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকির উপর হামলার অভিযোগ । অভিযোগের তির তৃণমূলের দিকে ।
আব্বাস সিদ্দিকির বলেন,"দক্ষিণ ২৪ পরগনার বোদরা অঞ্চলে তাঁর অনুগামীদের উপর আক্রমণ চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । আর তারপরই কাজদিয়া যাওয়ার পথে হঠাৎই গাড়ি আটকে আমার ও দলবলের উপর চড়াও একদল দুষ্কৃতী ।"
এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ঘটকপুকুর ও বাসন্তী হাইওয়ে অবরোধ করে তাঁর অনুগামীরা । তাঁদের দাবি, যারা এই আক্রমণ চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ।
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে আব্বাস সিদ্দিকি নিজেই তাঁর অনুগামীদের উদ্দেশে একটি ভিডিয়ো বার্তা পাঠান । সেখানে তিনি জানান,তাঁর উপর হামলা হয়েছে । তাই তাঁকে যারা ভালোবাসে তাঁরা পশ্চিমবঙ্গ জুড়ে রাস্তায় নেমে প্রতিবাদ অবরোধ শুরু করুক ।
সেই বার্তা সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর দক্ষিণ 24 পরগনা জুড়ে রাস্তা অবরোধ শুরু করে তাঁর অনুগামীরা । ভাঙড়ের ঘটকপুকুর থেকে শুরু করে কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, ক্যানিং, বাসন্তী-সহ জেলার প্রায় প্রতিটি প্রান্তে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয় । সব জায়গাতেই দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।