ভাঙড়, 7 নভেম্বর :ভাঙড়ে আব্বাস সিদ্দিকির সভা ঘিরে রবিবার পুলিশ-আইএসএফ কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ । পুলিশকে লক্ষ্য করে ইট-বৃষ্টি আইএসএফ কর্মী-সমর্থকদের। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। সভা বাতিল করে এদিন কলকাতা প্রেস ক্লাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পীরজাদা আব্বাস সিদ্দিকি।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন বিস্ফোরক অভিযোগ আনেন আব্বাস সিদ্দিকি ৷ তাঁর অভিযোগ, তাঁকে প্রাণে মারার পরিকল্পনা করছে শাসকদল। আব্বাস সিদ্দিকি বলেন, "নবি দিবস উপলক্ষে এদিন একটি ধর্মীয় সভা ছিল আমার ৷ সেই ধর্মীয় সভায় যোগদান করতে যাওয়ার পথে তৃণমূল ও পুলিশ একজোট হয়ে আমাদের মারধর করে। আমায় ধর্মীয় সভা বাতিল করতে বলে। আমি কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার করতে যায়নি ভাঙড়ে। ধর্মীয় সভা করতে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে আমাদের। রাজ্যের গণতন্ত্র আজ লুণ্ঠিত। সংবিধান রক্ষার দায়িত্ব যাদের তারাই সংবিধানের অমর্যাদা করছে।"
আব্বাস আরও জানান, তৃণমূলের মদতেই এই সুপরিকল্পিত হামলা চালানো হয়েছে তাদের উপর। যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই আইনমন্ত্রী, সেই রাজ্যের আইন এর বেহাল দশা নিয়ে এদিন সরব হন তিনি। এদিকে পুলিশের তরফ থেকে লাঠিচার্জের ঘটনাকে অস্বীকার করা হয়েছে। পুলিশের দাবি, ওই ধর্মীয় সভার কোনও অনুমতিই ছিল না।