পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সেনাবাহিনীতে কর্তব্যরত অবস্থায় মৃত্যু যুবকের - গঙ্গাসাগর

উত্তরাখণ্ডে কর্তব্যরত অবস্থায় ৩ এপ্রিল অসুস্থ হয়ে পড়েন দেবব্রত মাইতি। এর পরেই সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেখানেই মৃত্যু হয় দেবব্রত মাইতির।

army
দেবব্রত মাইতি

By

Published : Apr 5, 2020, 10:23 PM IST

গঙ্গাসাগর,5 এপ্রিল : সেনা বাহিনীতে কর্তব্যরত অবস্থায় উত্তরাখণ্ডে মৃত্যু হল গঙ্গাসাগরের এক যুবকের। মৃত ভারতীয় সেনা দেবব্রত মাইতি (36)। তিনি দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর থানা এলাকার দক্ষিণ হারাধনপুরের বাসিন্দা।

উত্তরাখণ্ডে কর্তব্যরত অবস্থায় ৩ এপ্রিল অসুস্থ হয়ে পড়েন দেবব্রত মাইতি। এর পরেই সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেখানেই মৃত্যু হয় দেবব্রত মাইতির। এর পরেই সেনাবাহিনীর পক্ষ থেকে গঙ্গাসাগরে দেবব্রত মাইতির পরিবারের লোকজনকে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়। দেবব্রত মাইতি মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন তাঁর পরিবারের লোকজন । স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে ।

রবিবার সকালে দেবব্রত মাইতির কফিনবন্দি মৃতদেহ পৌঁছয় গ্রামের বাড়ি গঙ্গাসাগর এলাকার দক্ষিণ হারাধনপুরে। এরপরেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা।দেবব্রত মাইতির পরিবার সূত্রে জানা যায় গত দু'বছর আগে কর্তব্যরত অবস্থায় বিশেষ অভিযানে গুরুতর জখম হয়েছিলেন ভারতীয় সেনা দেবব্রত মাইতি। তারপর সুস্থ হয়ে আবার কাজে যোগ দেন তিনি।

অবসর নেওয়ার জন্য বাকি ছিল মাত্র আর এক বছর। এরইমধ্যে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হল তাঁর। পরিবারে স্ত্রী ও এক ছেলে রয়েছে । এদিন ভোরবেলা তাঁর মরদেহ গ্রামে পৌঁছতে ঘটনাস্থানে পৌঁছান এলাকার জনপ্রতিনিধিরা । পূর্ণমর্যাদা দিয়ে ঘরের ছেলেকে বিদায় জানান গঙ্গাসাগরবাসী।

ABOUT THE AUTHOR

...view details