পশ্চিমবঙ্গ

west bengal

Narendrapur Suicide: আবাসনের 18তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তরুণী, কারণ নিয়ে ধোঁয়াশা

By

Published : May 17, 2023, 8:26 AM IST

Updated : May 17, 2023, 8:37 AM IST

বহুতল আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বছর বত্রিশের এক তরুণী ৷ কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷

Narendrapur Suicide
আবাসনের 18তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তরুণী

18তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তরুণী

নরেন্দ্রপুর, 17 মে: আবাসনের 18তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তরুণী ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে নরেন্দ্রপুরের কামালগাজি মোড়ে ৷ মৃতের নাম শ্রীময়ী মিশ্র (32) ৷ বাবা কর্মসূত্রে জঙ্গীপুর এলাকায় থাকেন ৷ কসবা এলাকায় মায়ের সঙ্গে থাকতেন শ্রীময়ী ৷ মা অসুস্থ ৷ সম্প্রতি মা ও মেয়ে আবাসনের ওই 18তলায় একটি ফ্ল্য়াট নেন ৷ যদিও সেখানে এখনও বসবাস শুরু করেননি ৷ গতকালই ওই ফ্ল্যাটে আসেন শ্রীময়ী ৷ বাড়ির গাড়ির চালকের সঙ্গেই তিনি এসেছিলেন ৷ এরপর উপরে চলে যান ৷ হঠাৎ বিল্ডিংয়ের নীচে জোড়ে শব্দ পেয়ে দৌড়ে আসেন নিরাপত্তারক্ষীরা ৷ দেখেন শ্রীময়ী মাটিতে পড়ে রয়েছেন ৷

খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকে ৷ পুলিশ এসে তাঁকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন ৷ কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ৷ শ্রীময়ীর বাবাকে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ তিনি ইতিমধ্যেই জঙ্গীপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ শ্রীময়ীর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদ করা হয়েছে আবাসনের নিরাপত্তারক্ষীদেরকেও ৷ শ্রীময়ীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ৷ সেখান থেকে কোনও তথ্য পাওয়া যায় কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:জন্মদিনেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দ্বিতীয় বর্ষের ছাত্রী, তদন্তে পুলিশ

স্থানীয়েরা জানিয়েছেন, এখনও ওই ফ্ল্যাটে বসবাস শুরু করেননি শ্রীময়ীরা। মঙ্গলবার বিকেল 4টে নাগাদ ঘটনাটি ঘটে। এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা বলেন, "আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।" ঘটনাস্থলে পৌঁছন রাজপুর-সোনারপুর পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল আলি মণ্ডল। তিনি বলেন, "স্থানীয় মানুষদের থেকে আমি খবর পাই যে এরকম একটি ঘটনা ঘটেছে। তারপরেই আমি আসি। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। হয়ত পারিবারিক বা ব্যক্তিগত কোনও সমস্যার মধ্যে ছিলেন। সবদিক দিয়ে ওই পরিবারের পাশে থাকার চেষ্টা করব।" ঘটনার পর থেকেই আবাসনের বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন ৷

Last Updated : May 17, 2023, 8:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details