পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাঙড়ে শ্বাসরোধ করে খুন নাবালককে, গ্রেপ্তার প্রতিবেশী যুবক - bhangar

ভাঙড়ে এক নাবালককে গলায় ফাঁস লাগিয়ে খুন করে প্রতিবেশী যুবক । ওই যুবককে গ্রেপ্তার করেছে কাশিপুর থানার পুলিশ । তদন্ত শুরু হয়েছে ।

নাবালককে খুন

By

Published : Apr 30, 2019, 11:32 AM IST

Updated : Apr 30, 2019, 2:04 PM IST

ভাঙড়, 30 এপ্রিল : এক নাবালককে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে । মৃতের নাম সাকিব মোল্লা । ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশিপুর থানার কাঠালিয়া এলাকায় । অভিযুক্ত যুবককে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা । চলে গণধোলাই । উত্তেজিত জনতা অভিযুক্ত ওই যুবকের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন তাঁরা । অভিযুক্ত যুবকের নাম শরিফুল মোল্লা ।

ভিডিয়োয় দেখুন

গতকাল বিকেল থেকেই নিখোঁজ ছিল সাকিব । রাতে বাড়ির পাশের আম বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় । সাকিবের গলায় ফাঁসের চিহ্ন দেখে স্থানীয়রা অনুমান করেন যে সাকিবকে খুন করা হয়েছে । পরে পরিবারের সদস্যরা প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন বিকালে শরিফুলের সঙ্গেই ছিল সাকিব । স্থানীয়রা শরিফুলকে জিজ্ঞাসাবাদ করে । প্রথমে কিছু বলতে না চাইলেও স্থানীয়দের জেরার মুখে সাকিবকে খুন করার কথা স্বীকার করে শরিফুল। এরপর গণধোলাই দেওয়া হয় তাকে । খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

সাকিবের আব্বা শাহজাহান মোল্লার কাছে প্রায় 8 -10 বছর ধরে ব্যাগের কাজ করত ওই যুবক । ব্যবসায় মন্দার কারণে শরিফুলকে অন্যত্র কাজ খুঁজে নিতে বলেছিল শাহজাহান । অনুমান, কাজ চলে যাওয়ার প্রতিশোধ নিতেই হয়তো সাকিবকে খুন করে সে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Last Updated : Apr 30, 2019, 2:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details