পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুগলের - suicide

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল যুগল। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ঘটনা।

মৃত যুগল

By

Published : Mar 9, 2019, 4:10 PM IST

মহেশতলা, ৯ মার্চ : ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক কিশোরী ও এক যুবক। তাঁদের নাম ভিকি মোল্লা (১৯) ও বেবি দাস (১৭)। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ঘটনা। গতকাল রাত ১০টা নাগাদ শিয়ালদা-বজবজ লোকালের সামনে তারা ঝাঁপ দেয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গেছে, এক বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, সম্পর্কের বিষয়টি তাদের পরিবার মেনে না নেওয়ায় তারা আত্মঘাতী হয়েছে।

বালিগঞ্জ GRP মৃতদেহগুলি উদ্ধার করেছে। মহেশতলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুই পরিবারের সদস্যদেরই খবর দেওয়া হয়।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details