ডায়মন্ডহারবার, 9 জানুয়ারি : পথ দুর্ঘটনায় মৃত্যু হল লরির খালাসির। আজ সকালে ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের 117 নম্বর জাতীয় সড়কের রত্নেশ্বরপুর বাজার এলাকায় ৷ মৃতের নাম নব হালদার ৷ বাড়ি আমতলা এলাকায় ৷ ঘটনাস্থানেই প্রাণ হারায় বছর চল্লিশের নব ৷ চালক পলাতক ।
দুর্ঘটনার পর ঘটনাস্থানে সঙ্গে সঙ্গে উপস্থিত হয় এলাকাবাসী । ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থানে উপস্থিত হয় । ঘটনার জেরে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে । প্রতিদিনের মতো নব ও তাঁর সহকারী সার নিয়ে যাচ্ছিলেন কলকাতা থেকে কাকদ্বীপের দিকে । মূলত লরির যান্ত্রিক গোলযোগের কারণেই দুর্ঘটনাটি ঘটে । আচমকাই লরিটির সামনের চাকা বিকল হয়ে পড়ে । ছিটকে পড়েন নব । পিষ্ট হয়ে যায় সামনের চাকায় । শোরগোল পড়ে যায় এলাকায় । ঘটনাস্থানে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে ।