সোনারপুর, 14 জুলাই : চলছে অনলাইনে টাকা জালিয়াতি ৷ অনলাইন প্রতারণায় ৩৬০ টাকা ফেরত পেতে গিয়ে খোয়ালেন 1 লক্ষ 23 হাজার টাকা এক ব্যক্তি । ঘটনাটি সোনারপুরের এক বাসিন্দার সঙ্গে ঘটেছে ৷ সোনাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি ৷
সোনারপুরের বারেন্দ্র পাড়ার বাসিন্দা সন্দীপ পাল একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন । তাঁর বয়ান অনুযায়ী, গত 11 জুন অনলাইনে একটি অনলাইন বিক্রেতা সংস্থার থেকে একটি গেঞ্জি কেনেন । ডেলিভারি পাওয়ার পর সংস্থাকে গেঞ্জিটি দিয়ে টাকা ফেরতের জন্য আবেদন জানান তিনি । সেইজন্য গুগল (Google) থেকে অনলাইন সংস্থাটির কাস্টমার কেয়ার নম্বর (Customer Care No) জোগাড় করেন সন্দীপ ।
আরও পড়ুন : প্রতারকের কথায় 10 টাকার রিচার্জ করতে গিয়ে 3 লাখ খোয়ালেন শিক্ষক
এরপর সেই নম্বরে ফোন করলেও যোগাযোগ করতে পারছিলেন না তিনি । শেষে ঘণ্টা দুয়েক চেষ্টার পর 3.13 মিনিটে একটি সাধারণ মোবাইল নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে । তাঁর কথায়, "আমায় জিজ্ঞেস করে আপনি কি টাকা রিফান্ড নেবেন না প্রোডাক্ট চাইছেন ? তখন আমি বলি রিফান্ড চাইছি ৷" এর পরে তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করে 9 অঙ্কের ওটিপি (OTP) ফোনে থাকা ব্য়ক্তিকে জানাতে বলা হয় ৷ 6টায় আবার ফোন করে সন্দীপকে বলা হয় 4 ঘণ্টা পরে সব হয়ে যাবে, "ওরা বলে আপনাকে 8টার সময় আবার ফোন করব ৷ 8.30 নাগাদ ফোন করে আবারও 'নাম' আর 'রিফান্ড মানি' বলে লিখে 360 টাকা লিখুন ৷ তার পর 9.01 মিনিট থেকে পর পর আমার এসবিআই আর সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে সমানে টাকাগুলো কেটে যাচ্ছে", বললেন সন্দীপ ৷ তিনি যখন ব্যালান্স দেখতে যাচ্ছেন তখনও ওদিক থেকে বলা হচ্ছে তাড়াতাড়ি না করলে, সময় চলে যাচ্ছে ৷ এর পর "যখন দেখলাম আমার অ্যাকাউন্ট পুরোপুরি 0 হয়ে গিয়েছে, তখন থানায় যাই", বললেন তিনি ৷
অনলাইনে কেনা গেঞ্জি ফেরত দিয়ে 360 টাকা পেতে সোনারপুরবাসী সন্দীপ খোয়ালেন লক্ষাধিক সোনারপুর থানা গেলে তাঁকে দুটো ব্যাঙ্কের স্টেটমেন্ট নিয়ে আর ওটিপিগুলোর প্রিন্টআউট নিয়ে আসতে বলে, আশ্বস্ত করে যে আগামীকাল তাঁর ডায়রি নেওয়া হবে ৷ সেই অনুযায়ী আজ একটি জিডি করেছে সোনারপুর থানা, জানালেন প্রতারিত সন্দীপ ৷
মোট 1 লক্ষ 20 কি 24 হাজার টাকা খুইয়েছেন তিনি ৷ আর এই অ্যাকাউন্টে তাঁর বেতনের টাকাও জমা হত ৷ লকডাউনে মধ্যে অনেক কষ্ট করে এই টাকা জমিয়েছিলেন তিনি ৷ তাই এখন টাকা ফেরত পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন দিশেহারা সন্দীপ ৷ তাঁর কথায় "এখনও তাঁকে ওই মোবাইল নম্বর থেকে ফোন করা হচ্ছে ৷ আধ ঘণ্টা, 1 ঘণ্টা আগেও আমায় কল করেছিল ৷"
ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।