ক্যানিং, 25 এপ্রিল : দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ক্যানিং-1 ও 2, বাসন্তী, গোসাবা ব্লকগুলিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । ইতিমধ্যে 138 ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশরাম দাস কোভিড পজিটিভ । এই সময় সমাজকে সচেতন করতে এগিয়ে এলেন সমাজসেবী কার্তিক বোস ৷
তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশরাম দাসের পাশাপাশি মাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেন ঘোড়ুই এবং উপপ্রধান প্রদীপ দাসও করোনা আক্রান্ত । এছাড়া মাতলা অঞ্চলের বিদ্যাধরী পাড়া, কারগিল পাড়া, মিঠাখালি পাড়া সহ বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ।