পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Snake Byte a Student : বেহুলা-লখিন্দরের স্মৃতি উসকে সাপে কাটা মৃতদেহ ভেলায় ভাসাল পরিবার - মৃত্যু নবালিকার

স্মার্ট ফোন ব্যবহারের যুগেও সাপে কাটা রোগীকে ওঝার কাছে নিয়ে গিয়েছিল বাড়ির লোক ৷ বেঘোরে হারাল খুদের প্রাণ ৷ তারপর মৃত শ্রবণী মালাকারের দেহ নদীর জলে ভেলায় ভাসাল পরিবারের লোকজন (Snake Byte a Student) ৷

Snake Byte a Student
বিংশ শতাব্দীতেও সাপে কাটা রোগীকে বাঁচাতে ওঝা ! মৃত্যু নবালিকার

By

Published : Jun 1, 2022, 10:07 PM IST

সাগর, 1 জুন:প্রযুক্তির উন্নতি হয়েছে ৷ টিভি খুলেই ডিজিটালাইজেশনের বিজ্ঞাপন ৷ হাতের স্মার্টফোনে দুনিয়া মুঠোয় ৷ গ্রামবাংলার ঘরেও পৌঁছে গিয়েছে স্মার্টফোন ৷ অথচ সাপে কাটা রোগীর প্রাণ ফেরাতে মনসা ঠকুরের কৃপা এখনও চোখে পড়ে ৷ যা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কুংস্কার এখনও ছেড়ে যায়নি একবিংশ শতাব্দীতেও ৷ আজও সাপে কাটা মৃতদেবে প্রাণ পেতে ভেলায় করে নদীতে ভাসিয়ে দিল পরিবারের লোকজন ৷ সাপের কামড়ে মৃত বালিকার দেহ সৎকার না-করে কলার ভেলায় চাপিয়ে ভাসিয়ে দেওয়া হল নদীর জলে । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের সাগর ব্লকের মৃত্যুঞ্জয়নগরের ঘটনা (Snake Byte a Student)।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বাড়িতে ঘুমন্ত অবস্থায় বিষধর কেউটে কামড়েছিল আট বছরের শ্রাবণী মালাকারকে । বাড়ির লোক তা জানতে পেরে স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের পরিবর্তে প্রতিবেশী ওঝার কাছে নিয়ে গিয়েছিল ৷ কিন্তু ওঝার কাছে ফল না পেয়ে ও নাবালিকাকে সাগর ব্লক হাসপাতালে নিয়ে যায় ৷ ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে ৷ চিকিৎসকরা অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দিলেও তাতে সাড়া দেয়নি শ্রাবণী মালাকার ৷ ফলে সঠিক সময়ে চিকিৎসার অভাবে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির ছাত্রীর ৷

সাপে কাটা মৃতদেহ ভেলায় ভাসাল পরিবার

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে ছোট্ট শ্রাবণীর দেহ ফিরিয়ে আনে তার পরিবার ৷ তারপর প্রচলিত বিশ্বাসে পাশের মুড়িগঙ্গা নদীতে কলার ভেলায় করে শ্রাবণীর দেহ ভাসিয়ে দেওয়া হয়। পরিবার ও প্রতিবেশীদের বিশ্বাস, নদীর নোনা জলে সাপে কামড়ানো শ্রাবণীর আবার প্রাণ ফিরবে। গতকাল রাতে ভেলা ভাসিয়ে দেওয়ার পরে আজ সকালে ভেলাটি পুনরায় ফিরে এসেছে । আর তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা । ভেলাটি দেখতে প্রচুর মানুষের ভিড় জমে যায় নদী তীরে ৷ একুশ শতকে দাঁড়িয়ে পুরাণ কাব্যের ছায়ায় রীতিমত হইচই পড়ে গিয়েছে পুর এলাকায় । যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আজও কত মানুষ কুসংস্কারাচ্ছন্ন ৷

আরও পড়ুন : Snake Bite Girl Victims Of Superstition : সাপে কাটা নাবালিকাকে বাড়িতে ঝাড়ফুঁক, পুলিশি তৎপরতায় হাসপাতালে

ABOUT THE AUTHOR

...view details