পাথরপ্রতিমা, 5 অগস্ট: একবিংশ শতকে দাঁড়িয়ে এখনও কুসংস্কারে আচ্ছন্ন সুন্দরবনের বিভিন্ন প্রান্ত। সাপে কাটা রোগীকে বাঁচাতে গ্রামবাংলার মানুষের আস্থা ওঝা-গুনিনের উপর। এই কুসংস্কারের মাশুল দিত হল এক পরিবারকে । মৃত্যু হল 8 বছরের এক নাবালকের (Snake Byte a Minor Boy) ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা পাথরপ্রতিমার অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকায়।
স্থানীয় সূত্র খবর, শংকর বর ও মলতি বরের এক মাত্র ছেলে শুভ বর। সংসারের হাল ফেরাতে দম্পতি দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন । শুভ ঠাকুরদা ও ঠাকুরমার কাছে থাকত । শুক্রবার ভোরে ঠকুমার কাছে ঘুমাচ্ছিল ওই নাবালক ৷ সেইসময়ে হঠাৎই যন্ত্রণায় চিৎকার করে ওঠে শিশুটি। পাশেই ছিলেন ঠাকুমা এবং দিদি। নাতির কান্নায় ঘুম ভেঙে যায় তাঁদের ৷ হঠাৎ তাঁরা দেখতে পান বিছানার মধ্যে বিষধর সাপ এবং একটি ব্যাঙ । ঠাকুমা বুঝতে পারে নাতিকে কামড়েছে সাপ। চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে এলাকার নিরঞ্জন বর নামে ওঝার কাছে নিয়ে যান । চলে ঝাড়ফুঁক ৷ অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকাল 9টার সময় গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক ওই নাবালককে মৃত বলে ঘোষণা করেন ।