পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সামাজিক দূরত্ব ভুলে বিদ্যুতের বিল জমা দিতে লম্বা লাইন - long line of ordinary people forgetting social distances to pay their electricity bills.

সাধারণ মানুষের মধ্যে একটুও ফেরেনি সচেতনতা । এমনই অসচেতনতার চিত্র ধরা পড়ল ক্যানিংয়ে । যেখানে বিদ্যুতের বিল জমা দেওয়ার জন্য সাধারণ মানুষের লম্বা লাইন । মানা হল না কোনও সামাজিক দূরত্ব ।

বিদ্যুতের বিল জমা দিতে লম্বা লাইন
বিদ্যুতের বিল জমা দিতে লম্বা লাইন

By

Published : May 7, 2021, 4:18 PM IST

Updated : May 7, 2021, 4:54 PM IST

ক্যানিং, 7 মে : রাজ্য সহ দেশে দিনে দিনে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা । বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও । তবুও মানুষের মধ্যে ফেরেনি সচেতনতা । আজও সচেতনতার অভাব দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে । মানুষকে সচেতন করতে বারেবারে এগিয়ে আসছে পুলিশ প্রশাসন ।

সরকারের তরফে সাধারণ মানুষকে বারংবার নির্দেশ দেওয়া হচ্ছে, সামাজিক দূরত্ব বিধি মেনে চলার, মুখে মাস্ক ব্যবহার করার । কিন্তু তাও সাধারণ মানুষের মধ্যে একটুও ফেরেনি সচেতনতা । এমনই অসচেতনতার চিত্র ধরা পড়ল ক্যানিংয়ে । যেখানে বিদ্যুতের বিল জমা দেওয়ার জন্য সাধারণ মানুষের লম্বা লাইন । তাতে মানা হল না কোনও সামাজিক দূরত্ব ।

আরও পড়ুন :ভারতে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাঠাতে অনুরোধ করবেন রেভ জেস জ্যাকসন

এতে করোনা ভাইরাসে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে । তবে উল্টোদিকে সাধারণ মানুষের দাবি, বিদ্যুৎ অফিসে একটি কাউন্টার খোলা থাকায় সাধারণ মানুষের ভিড় বেড়েছে । এরপর সাধারণ মানুষের সঙ্গে বিদ্যুৎ অফিসে কর্মীদের বচসা বেধে যায় । তাদের দাবি, একটির বেশি কাউন্টার খুলতে হবে ।

Last Updated : May 7, 2021, 4:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details