ভাঙড়, 1 সেপ্টেম্বর : সম্পত্তির লোভে কাকিমাকে কুপিয়ে খুন করার অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷ খুনের পর বছর 65’র বৃদ্ধাকে বস্তা বন্দি করে পুকুরে ডুবিয়ে দেয় অভিযুক্ত ৷ ভাঙড়ের মৌলমুকুন্দ গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ এই ঘটনায় অভিযুক্ত অধীর নস্কর সহ মোট 4 জনকে আটক করেছে পুলিশ ৷ আজ সকালে বস্তা বন্দি দেহ পুকুরে ভেসে ওঠার পর বিষয়টি নজরে আসে ৷
পুলিশ সূত্রে খবর, সরলা নস্কর নামে ওই মহিলার পরিবারে কেউ ছিলেন না ৷ তাঁর কয়েক লাখ টাকার সম্পত্তি ছিল বলে জানা গিয়েছে ৷ অভিযোগ সেই সম্পত্তির লোভে প্রায় দিন তেইশ আগে সরলা নস্করকে কুপিয়ে খুুন করে অধীর নস্কর ৷ তার সঙ্গে এই অপরাধে আরও 3 জন যুক্ত ছিল বলে পুলিশের তরফে জানা গিয়েছে ৷ খুনের পর সরলা নস্করের দেহ একটি বস্তায় বেঁধে পাশের পুকুরে ডুবিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ জলে থাকার ফলে দেহটি ফুলে গিয়ে বস্তা বন্দি অবস্থাতেই কোনওভাবে ভেসে ওঠে ৷