ডায়মন্ড হারবার, 17 জানুয়ারি : কোরোনা প্রতিষেধক নেওয়ার পরে অসুস্থ হয়ে পড়লেন এক স্বাস্থ্যকর্মী । টিকা দেওয়ার 12 ঘণ্টা কাটতে না কাটতেই তাঁর শরীরে দেখা দিল পার্শ্বপ্রতিক্রিয়া । মগরাহাট ব্লক হাসপাতালের কর্মরত ওই স্বাস্থ্যকর্মী । অসুস্থটার কারণ কোরোনার টিকা কি না, তা স্পষ্ট হয়নি ।
গতকাল দুপুর 1টা নাগাদ হাসপাতাল থেকে কোরোনার প্রতিষেধক নিয়েছিলেন ওই স্বাস্থ্যকর্মী । সারাদিন শরীরে কোনও সমস্যা দেখা না দিলেও রাত 12টায় তিনি অসুস্থ হয়ে পড়েন । গা হাত পায়ে ব্যাথা শুরু হয় । পাশাপাশি মাথা ঘুরতে থাকে ।