পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minor Student Rape: টিউশন পড়ে ফেরার সময় ধর্ষণের শিকার নাবালিকা - Minor Student Rape

টিউশন পড়তে গিয়ে ধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী (Minor Student Rape)। দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর এলাকার ঘটনা ।

Student Raped By A Neighbor Boy
টিউশন পড়ে ফেরার সময় ধর্ষনের শিকার ছাত্রী

By

Published : Mar 4, 2022, 3:52 PM IST

গঙ্গাসাগর, 4 মার্চ: টিউশন পড়ে ফেরার সময় ধর্ষণের শিকার এক নাবালিকা ছাত্রী । দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর এলাকার ঘটনা । অভিযোগের তির প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ।

আরও পড়ুন:Purulia Maoist Poster : পুরুলিয়ায় 13 দফা দাবি সহ হুমকি পোস্টার মাওবাদীদের

সূত্রের খবর, নির্যাতিতা ওই পড়ুয়া ক্লাস ফোরের ছাত্রী । বৃহস্পতিবার স্থানীয় এলাকায় টিউশন পড়তে গিয়েছিল সে ৷ সেখান থেকে রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি ফিরছিল ওই নাবালিকা পড়ুয়া । সেইসময়েই প্রতিবেশী যুবক শেখ শাকিল তাকে বাড়ি ছেড়ে দেওয়ার নাম করে সাইকেলে তোলে । সেখান থেকে পানের বরজ নিয়ে যায় । সেখানেই ওই নাবালিকার উপর শারীরিক অত্যাচার চালায় । নির্যাতিতা ওই নাবালিকা প্রথমে ভয় বাড়িতে কিছু না জানালেও পরে বাড়িতে সমস্ত বিষয়টি জানায় । তখন পরিবারের পক্ষ থেকে সাগর থানায় অভিযোগ দায়ের করা হয়। নির্যাতিতা ওই পরিবারের অভিযোগ, ঘটনাটির জানাজানি হলে ওই নাবালিকা ও তার পরিবারকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয় (Minor Student Raped By A Neighbor Boy)। বর্তমানে গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details