দক্ষিণ 24 পরগনা, 1 মে : নরেন্দ্রপুরে এক ব্যক্তিকে লক্ষ্য করে তাঁর বাড়ির সামেনই চলল গুলি ৷ বন্দুকের বাঁট দিয়ে তাঁর মাথা ফাটানোর অভিযোগও উঠেছে স্থানীয় এক দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ 2নং অঞ্চলের আটঘরায় ৷ আক্রান্ত ব্যাক্তির নাম তাপস নস্কর ৷ তিনি পেশায় একজন গাড়িচালক ৷
গতকাল রাতে কাজ থেকে ফিরে গ্যারেজে গাড়ি রাখছিলেন তাপস ৷ সেই সময় বাপি নামে স্থানীয় এক দুষ্কৃতী তাঁর পথ আটকায় ৷ অভিযোগ, জোর করে তাঁকে গাড়ির বাইরে বের করে নিয়ে এসে বন্দুকের বাঁট দিয়ে মাথায় মারা হয় ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনি ৷ তাপস নস্করকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ ৷ গুলি তাঁর কাঁধ স্পর্শ করে বেরিয়ে গিয়েছে বলে জানিয়েছেন তাপস ৷ এই ঘটনায় ভোর রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যক্তি ৷