মহেশতলা, 23 অগস্ট : উড়ালপুলের উপর দিয়ে যাচ্ছিল লরি ৷ হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সেই লরি এসে পড়ল নিচের রাস্তায় ৷ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার অন্তর্গত সম্প্রীতি উড়ালপুলের ঘটনার ৷ আনুমানিক ভোর 5.15 নাগাদ দুর্ঘটনাটি ঘটে । তবে বড়সড় দুর্ঘটনা হলেও সৌভাগ্যশত প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ প্রাণে বেঁচেছেন চালকও ৷
সোমবার ভোরের দিকে সম্প্রীতি উড়ালপুল দিয়ে যাচ্ছিল ফুড কর্পোরেশনের একটি লরি ৷ 5.15 নাগাদ লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে এসে পড়ে ৷ জায়গাটি জনবহুল হলেও দুর্ঘটনার সময় কোনও লোকজন ছিল না ৷ বিকট আওয়াজে আশপাশের দোকানগুলির লোকজন জড়ো হয়ে যায় ৷ স্থানীয়রা বলছেন, সকাল 6 টার পর দুর্ঘটনা ঘটলে প্রাণহানির আশঙ্কা থাকত ৷ কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকা জনবহুল হয়ে পড়ে ৷ তবে চালক সামান্য আহত হয়েছেন ৷