কাকদ্বীপ, 19 জুলাই : বাঙালির অন্যতম প্রিয় মাছ ইলিশ ৷ তবে এবারের বর্ষায় সেভাবে বাজারে দেখা যায়নি ৷ এই কয়েক মাসের খরা কাটিয়ে অবশেষে দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ইলিশ । রবিবার গভীর রাতে সমুদ্র থেকে বিপুল পরিমাণ ইলিশ নিয়ে নামখানায় পৌঁছান মৎস্যজীবীরা। মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, গত তিনদিন ধরে প্রায় ছয় হাজার কেজি ইলিশ পাওয়া গিয়েছে । পূবালি বাতাস এবং ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, এই দুইয়ের কেরামতিতেই দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে বিপুল ইলিশ ।
বর্ষার সময় এই ইলিশ সুস্বাদু হবে বলেই মত মৎস্যজীবীদের । ইতিমধ্যেই সেই ইলিশ পৌঁছে গিয়েছে নামখানা ঘাটে । এরপর সেই ইলিশ পৌঁছে যাবে ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার মাছের আড়তে । সেখানে নিলামের পর সমুদ্রের রূপোলি ফসল পৌঁছে যাবে রাজ্যের বাজারগুলিতে । যে ইলিশ সমুদ্র থেকে এসেছে তার ওজন 500 গ্রাম থেকে এক কেজি । মরসুমের প্রথম ইলিশ হওয়ায় দাম একটু চড়া রয়েছে । রবিবার পাইকারি বাজারে 400 থেকে 500 গ্রাম ইলিশ কেজি প্রতি বিক্রি হয়েছে 600 থেকে 850 টাকায় । এছাড়া 600 থেকে 700 গ্রাম পর্যন্ত ইলিশের দাম কেজি প্রতি প্রায় 950 টাকা । 800 গ্রাম থেকে এক কেজি ওজন ইলিশের দাম ছিল কেজি প্রতি এক হাজার 300 টাকা ।