বারুইপুর, 12 এপ্রিল : যুবতিকে প্রতারিত করার অভিযোগে গ্রেপ্তার আর এক যুবতি। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তিনদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।
প্রিয়া সরকার (নাম পরিবর্তিত)। বাড়ি হুগলির শেওড়াফুলি। তার বিরুদ্ধে অভিযোগ, 2018 সালের নভেম্বরে আর জে রাহুল নামে ফেসবুকে একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলে সে। এরপর সুপ্রিয়া চৌধুরি (নাম পরিবর্তিত) নামে একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। সুপ্রিয়ার বাড়ি ভাঙড়। ফেসবুকের মাধ্যমে দু'জনের বন্ধুত্ব বাড়ে। ফোন নম্বর আদান-প্রদান হয়। কথাবার্তাও শুরু হয়। প্রিয়া ছেলের গলা করে ফোন করত সুপ্রিয়াকে। কিছুদিন পর থেকে দেখা করতেও বলে। বিয়ের প্রস্তাব দেয়। যদিও সেই প্রস্তাব প্রত্যাখান করে দেয় সুপ্রিয়া। এরপর থেকেই সুপ্রিয়া ও তার পরিবারকে নিয়ে অশ্লীল পোস্ট শুরু করে প্রিয়া। বাধ্য হয়ে চলতি বছর ফেব্রুয়ারি মাসে কাশীপুর থানা ও বারুইপুর সাইবার সেলে অভিযোগ দায়ের করে সুপ্রিয়া।