পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রেমিকের কথায় ছেলের গলা করে যুবতিকে ফোন ! - baruipur

ফেসবুকে ভুয়ো প্রোফাইল খুলে ছেলেদের গলা করে যুবতিকে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগে অন্য এক যুবতিকে গ্রেপ্তার করল পুলিশ।

প্রিয়া সরকার

By

Published : Apr 12, 2019, 7:35 PM IST

Updated : Apr 12, 2019, 7:45 PM IST

বারুইপুর, 12 এপ্রিল : যুবতিকে প্রতারিত করার অভিযোগে গ্রেপ্তার আর এক যুবতি। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তিনদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।

প্রিয়া সরকার (নাম পরিবর্তিত)। বাড়ি হুগলির শেওড়াফুলি। তার বিরুদ্ধে অভিযোগ, 2018 সালের নভেম্বরে আর জে রাহুল নামে ফেসবুকে একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলে সে। এরপর সুপ্রিয়া চৌধুরি (নাম পরিবর্তিত) নামে একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। সুপ্রিয়ার বাড়ি ভাঙড়। ফেসবুকের মাধ্যমে দু'জনের বন্ধুত্ব বাড়ে। ফোন নম্বর আদান-প্রদান হয়। কথাবার্তাও শুরু হয়। প্রিয়া ছেলের গলা করে ফোন করত সুপ্রিয়াকে। কিছুদিন পর থেকে দেখা করতেও বলে। বিয়ের প্রস্তাব দেয়। যদিও সেই প্রস্তাব প্রত্যাখান করে দেয় সুপ্রিয়া। এরপর থেকেই সুপ্রিয়া ও তার পরিবারকে নিয়ে অশ্লীল পোস্ট শুরু করে প্রিয়া। বাধ্য হয়ে চলতি বছর ফেব্রুয়ারি মাসে কাশীপুর থানা ও বারুইপুর সাইবার সেলে অভিযোগ দায়ের করে সুপ্রিয়া।

ঘটনার তদন্তে নেমে পুলিশ আজ প্রিয়াকে গ্রেপ্তার করে। পাশাপাশি তার বাড়ি থেকে 6টি মোবাইলও উদ্ধার হয়। যদিও প্রিয়ার বক্তব্য, তাকে ফাঁসিয়েছে তার প্রেমিক। প্রিয়া বলে, "আমার প্রেমিকের সঙ্গে সুপ্রিয়ার সম্পর্ক ছিল। দু'জনে কথাও বলত। এরপর বিয়ের প্রস্তাব দেয়। সুপ্রিয়া থানায় অভিযোগ দায়ের করে। তারপর প্রেমিকই আমাকে বলে, সুপ্রিয়ার সঙ্গে ছেলের গলা করে কথা বলতে। ওর কথাতে এই কাজ করেছি।"

ভিডিয়োয় শুনুন প্রিয়া ও সুপ্রিয়ার বক্তব্য

সুপ্রিয়ার কথায়, "প্রথমে বন্ধুত্ব হয়েছিল। ফোন নম্বর আদানপ্রদানও হয়। বারবার বিয়ের প্রস্তাব দিতে থাকে। নিষেধ করি। পরে অশ্লীল পোস্ট শুরু করে। থানায় অভিযোগ দায়ের করি। তখনও বুঝতে পারিনি ও মেয়ে। ছেলের গলা করে কথা বলত।"

Last Updated : Apr 12, 2019, 7:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details