সুন্দরবন, 29 জানুয়ারি : বেশ কিছুক্ষণ বাঘে-মানুষে লড়াই । একসময় বাঘ লড়াইয়ে ক্ষান্ত দিয়ে জঙ্গলে পালাল । কিন্তু বাবা-ভাইয়ের এত লড়াইয়ের পরেও বাঁচলেন না মৎস্যজীবী । মৃতের নাম বরুণ মণ্ডল(32) । সোমবার নদীতে মাছ ধরার সময় বাঘের হানায় প্রাণ হারান তিনি ।
বাঘের সঙ্গে লড়েও যুবককে বাঁচাতে পারল না বাবা-ভাই - এক মৎস্যজীবীর মৃত্যু বাঘের হানায়
বাঘের হানায় সুন্দরবনে মৃত্যু হল এক মৎস্যজীবীর । মৃতের নাম বরুণ মণ্ডল । সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ যখন ছেড়া মাতলার জঙ্গলের কাছে মাছ, কাঁকড়া ধরছিলেন তখনই একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে বরুণের উপর । বরুণের বাবা-ভাই বাঘের সঙ্গে লড়াই করে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন । কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে পথেই মৃত্যু হয় এই যুবকের ।
![বাঘের সঙ্গে লড়েও যুবককে বাঁচাতে পারল না বাবা-ভাই sunderbon inciden](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5877882-thumbnail-3x2-sunderbon.jpg)
দিন চারেক আগে ঝড়খালি ৩ নম্বর গ্রাম থেকে সুন্দরবনের নদী খাঁড়িতে মাছ-কাঁকড়া ধরার জন্য গেছিলেন বরুণ । সঙ্গে ছিল বরুণের বাবা ও আর এক ভাই । সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ যখন তাঁরা ছেড়া মাতলার জঙ্গলের কাছে মাছ, কাঁকড়া ধরছিলেন তখনই একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে বরুণের উপর । বরুণের বাবা-ভাই বাঘের সঙ্গে লড়াই করে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন । কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে পথেই মৃত্যু হয় এই যুবকের ।
মঙ্গলবার সকালে বরুণের দেহ এসে পৌঁছায় ঝড়খালিতে । ঘটনার খবর পেয়ে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । পুলিশ সূত্রে খবর, মৃত্যুর খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে বরুণের সঙ্গী-সাথীদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁদের সঙ্গে কথা বলেই মৃতদেহ ফিরিয়ে আনা হয় । মৃতের বাবা সুশীল মণ্ডল বলেন, "নৌকা করে নদীতে মাছ ধরতে যাই দুই ছেলেকে নিয়ে । ছেড়া মাতলা জঙ্গলের কাছে একটা বাঘ ঝাঁপিয়ে পড়ে বরুণের উপর । সঙ্গে সঙ্গে আমরা লাঠি নিয়ে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ি । কিন্তু লড়াই করেও বাঘের আক্রমণে প্রাণ হারাল বরুণ ।" বাবা-ভাইযের লড়াইয়ে বরুণকে ছেড়ে জঙ্গলে ফিরে যায় বাঘ । কিন্তু ততক্ষণে বরুণ প্রাণ হারান ।