পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুন্দরবনে মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল বাঘ - সুন্দরবনের খবর

সুন্দরবনের পীর খালি ১ জঙ্গলে বাঘে টেনে নিয়ে গেল এক মৎস্যজীবীকে ৷ ওই জঙ্গলে তিন সঙ্গীর সাথে কাঁকড়া ধরতে গিয়েছিলেন নিখোঁজ মৎস্যজীবী ৷

A fisherman died
মৎসজীবী

By

Published : Jun 20, 2020, 4:08 PM IST

সুন্দরবন, 20 জুন : সুন্দরবনে ফের বাঘের আক্রমণ ৷ জঙ্গলের ভেতর টেনে নিয়ে গেল এক মৎস্যজীবীকে ৷ ঘটনাটি সুন্দরবনের পীর খালি ১ জঙ্গলের । তিন সঙ্গীর সাথে ওই জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন ওই ব্যক্তি ৷ নিখোঁজ মৎস্যজীবীর নাম মনোহর মণ্ডল(65)।

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে তিন সঙ্গীর সাথে গোসাবার লাহিড়ীপুর গ্রামপঞ্চায়েতের জেমসপুর গ্রাম থেকে কাঁকড়া ধরার জন্য তাঁরা রওনা হয়েছিলেন । যখন কাঁকড়া ধরছিলেন, তখন বাঘ এসে হামলা করে মনোহরের উপর। তুলে নিয়ে যায় তাঁকে । ঘটনার পর মনোহর মণ্ডলের সঙ্গীরা এসে প্রশাসনের আধিকারিকদের জানান । এরপর খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকরা একটি দল নিয়ে মনোহর মণ্ডলকে খুঁজতে যান ।

বনদপ্তর সূত্রে খবর, মৎস্যজীবীদের কথা মতো জঙ্গলের অনেক ভিতর পর্যন্ত খুঁজলেও মনোহরকে খুঁজে পাওয়া যায়নি । গভীর জঙ্গলে নিয়ে যাওয়ায় এখনও পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না ।

অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছে পরিবার ৷

ABOUT THE AUTHOR

...view details