ক্যানিং (দক্ষিণ 24 পরগনা), 14 সেপ্টেম্বর : বিগত প্রায় 14 বছর ধরে দুই সন্তানকে নিয়ে জেরবার ক্যানিংয়ের ইটখোলার দক্ষিণ রেদোখালি গ্রামের বাসিন্দা নিমাই সরদার এবং তাঁর স্ত্রী উত্তরা সরদার ৷ কারণ তাঁদের দুই ছেলেই মানসিক ভারসাম্যহীন ৷ জন্মের পর থেকে তারা স্বাভাবিক ছিল ৷ কিন্তু, দুই ছেলেই 5 বছর ও 6 বছর বয়সের পর থেকে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে ৷ এমনকি বেশ কয়েকবার বাড়ি থেকে বেরিয়েও গিয়েছিল তারা ৷ তাই তাদের ধরে রাখতে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় সরদার পরিবারকে ৷ এরই মধ্যে পরিবারের একমাত্র উপার্জনকারী নিমাই সরদারের একটি কিডনি বিকল হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে দুই ছেলে এবং স্বামীর চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আর্জি জানালেন উত্তরা সরদার ৷
প্রসঙ্গত, আর দশটা বাচ্চার মতোই বড় হচ্ছিল নিমাই সরদারের ছেলে বিশ্বজিৎ সরদার ৷ তাকে স্থানীয় এক প্রাথমিক স্কুলে ভর্তিও করানো হয়েছিল ৷ কিন্তু, বছর পাঁচেক পর থেকেই অস্বাভাবিক আচরণ শুরু করে বিশ্বজিৎ ৷ এর পর কথা বলা বন্ধ হয়ে যায় তার ৷ মাঝে বেশ কিছুদিনের জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল সে ৷ পরে বহু খোঁজাখুজি করে বিশ্বজিতের খোঁজ পায় পরিবার ৷ এই পরিস্থিতিতে বিশ্বজিৎকে বাড়ির মধ্যেই বেঁধে রাখতে শুরু করে পরিবার ৷