পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mother & Brother Murderd : কীভাবে খুন হল মা ও ভাই, গড়গড় করে বলল এগারো বছরের মিরাজ

এগারো বছরের ছেলে মিরাজউদ্দিন পাইক ৷ চোখের সামনে মা ও তিন বছরের ভাইকে খুন হতে দেখল ৷ প্রাণের ভয়ে কিছু বলতে পারল না দুষ্কৃতীদের ৷ শুধু পুলিশের সামনে গোটা ঘটনা বলে গেল ৷ শেষে বলল, দোষীদের শাস্তি চাই ৷

খুন
খুন

By

Published : Aug 13, 2021, 4:03 PM IST

Updated : Aug 13, 2021, 5:26 PM IST

ঢোলাহাট, 13 অগস্ট : "আমি দুয়ার ঘরে ছিলাম ৷ দেখলাম পাশের ঘরে চারজন লোক ঢুকল ৷ ওরা চলে যাওয়ার পর ঘরে গিয়ে দেখি মা মরে পড়ে আছে ৷ ওরা আমার মাকে মেরে দিয়ে চলে গেল ৷ এরপর বাবাকে ফোন করতেই বাবা এসে দেখলো মা পড়ে রয়েছে ৷ তারপর একে একে সবাই এসে ভিড় করল ৷ ওরা চারজনই কালো মুখোশ পড়েছিল তাই আমি ওদের চিনতে পারিনি ৷ আমি চাই ওদের শাস্তি হোক ৷" গোটা ঘটনা গড়গড় করে বলে গেল বছর এগারোর মিরাজউদ্দিন পাইক ৷

আর এই ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানা এলাকার নেতাজি গ্রাম পঞ্চায়েতের শিবনগর গ্রাম ৷ নিহত গৃহবধূ মঞ্জুরা বিবি ও তার তিন বছরের ছেলে মিজানুর হোসেন পাইক ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা 7 টা 30 নাগাদ চারজন দুষ্কৃতী ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে ওই গৃহবধূকে ৷ পরে তার তিন বছরের ছেলেকে বাড়ির পাশে থাকা মাছের ভেড়িতে ডুবিয়ে খুন করে । ঘটনার সময় ওই গৃহবধূর বড় ছেলে পাশের ঘর থেকে সব দেখে । প্রাণ বাঁচানোর ভয়ে চুপচাপ মা ও ভাইকে খুন হতে দেখে 11 বছরের বালক ।

আরও পড়ুন :Bomb Recovered : আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকির বাড়ির কাছেই বোমা উদ্ধার

খুনের ঘটনার পর বাবা আনোয়ার পাইককে ফোন করে সব জানায় মিরাজউদ্দিন পাইক । তার বাবা তখন গ্রামের এক আলোচনা সভায় ছিলেন । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঢোলাহাট থানার পুলিশকে খবর দেন । এরপর পুলিশ এসে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে কাকদ্বীপে ময়নাতদন্তের জন্য পাঠায় । তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি । কী কারণে এই খুন তাও স্পষ্ট নয় । ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ ।

Last Updated : Aug 13, 2021, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details