পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

100 টাকা দেয়নি মা, সোনারপুরে আত্মঘাতী যুবক - A boy commited suicide in Sonarpur

কয়েকদিন আটো না চালানোর ফলে হাতে একদম টাকা ছল না সুশান্তের ৷ তাই গতকাল তিনি তাঁর মায়ের কাছ থেকে 100 টাকা চান ৷ নুন আনতে পান্তা ফুরায় ৷ অভাবের সংসারে ছেলেকে 100 টাকা দিতে পারেননি তাঁর মা ৷ তাই রাগে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন সুশান্ত ৷ বারবার ধাক্কা দেওয়ার পরও দরজা না খোলায় সন্দেহ হয় তার পরিবারের লোকজনের ৷ পরে তারা দরজা ভেঙে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করে ৷

সুশান্ত

By

Published : Sep 10, 2019, 5:35 PM IST

Updated : Sep 10, 2019, 9:05 PM IST

সোনারপুর, 10 সেপ্টেম্বর : মায়ের কাছে থেকে 100 টাকা না পাওয়ায় আত্মহত্যা করল এক যুবক ৷ সোনারপুর থানা এলাকার বিদ্যাধরপুরের ঘটনা ৷ মৃতের নাম সুশান্ত সিং (20) ৷

সুশান্ত পেশায় অটোচালক ৷ পরিবারিক সমস্যার জন্য কয়েকদিন ধরে তিনি অটো চালাতে পারছিলেন না ৷ তাঁর মা অন্যের বাড়িতে কাজ করেন ৷ কয়েকদিন অটো না চালানোয় হাতে টাকা ছিল না সুশান্তর ৷ গতকাল তিনি মায়ের কাছে 100 টাকা চান ৷ অভাবের সংসারে ছেলেকে 100 টাকা দিতে পারেননি তাঁর মা ৷ তাই রাগে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন সুশান্ত ৷ বারবার ধাক্কা দেওয়ার পরও দরজা না খোলায় সন্দেহ হয় তাঁর পরিবারের লোকজনের ৷ পরে তারা দরজা ভেঙে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করে ৷

সুশান্ত

সুশান্তের বাবা পাঁচু সিং বলেন, "কয়েকদিন ধরে সুশান্ত অটো চালানো বন্ধ রেখেছিল ৷ গতকাল ও মায়ের কাছে থেকে 100 টাকা চায় ৷ মা দিতে পারেনি ৷ তারপরই গতরাতে ও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় ৷ দরজা ভেঙে আমরা ওর ঝুলন্ত দেহ উদ্ধার করি ৷"

ভিডিয়োয় শুনুন পাঁচু সিংয়ের বক্তব্য

খবর পেয়ে ঘটনাস্থানে যায় সোনারপুর থানার পুলিশ ৷ তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated : Sep 10, 2019, 9:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details