সাগর , 27 এপ্রিল : সাতসকালে নদী থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ৷ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গাসাগরের বামনখালির চাপাতলা গ্রামে ৷
আজ সকালে কয়েকজন মৎস্যজীবী নদীতে মাছ ধরতে গিয়েই তাঁদের চোখে পড়ে মৃতদেহটি ৷ এক মৎস্যজীবীর বলেন , ' সকালবেলায় মাছ ধরতে এসে দেখি একটি বেটা ছেলের লাশ ৷ তারপর আমি আরও দু'চার জন জেলেকে ডেকে দেখালাম এই লাশ ৷... এখন মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ তবে ওঁর বাড়ির ঠিকানা আমরা পায়নি ৷'