ডায়মন্ডহারবার , 8 মে : কোরোনার জেরে রিলিফ ক্যাম্পে থাকতে হয়েছিল অন্তঃসত্ত্বা আমিনারা বিবিকে ৷ ওই রিলিফ ক্যাম্পে থাকাকালীন পুত্রসন্তানের জন্ম দেন তিনি । বর্তমানে মা ও শিশু দু'জনেই সুস্থ বলে জানা গেছে ৷ দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার গভর্নমেন্ট ITI কলেজ রিলিফ ক্যাম্পের ঘটনা ।
জানা যায় , 26 এপ্রিল পূর্ব মেদিনীপুর থেকে পরিযায়ী শ্রমিকের 22 জনের একটি দল ডায়মন্ড হারবার হাওয়া ভাটাতে চলে আসেন । এরপর বিষয়টি প্রশাসনের নজরে আসলে ওই পরিযায়ী শ্রমিকদের ডায়মন্ড হারবার গভঃ ITI কলেজের রিলিফ ক্যাম্পে রাখা হয় । পরিযায়ী শ্রমিকদের মধ্যে পুরুষ সহ শিশু ও মহিলারাও ছিলেন । তাঁদের মধ্যে এক অন্তঃসত্ত্বা ছিলেন । এরপর 3 মে রিলিফ ক্যাম্পের মধ্যে ওই মহিলার প্রসব বেদনা শুরু হয় ৷ তখনই প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভরতি করলে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন । বর্তমানে ওই প্রসূতি আমিনারা বিবি ও তাঁর সদ্যোজাত সন্তান সুস্থ অবস্থায় ডায়মন্ড হারবার রিলিফ ক্যাম্পে রয়েছেন ।