উস্তি, 2 এপ্রিল : হস্টেলে অমানবিক নির্যাতনের শিকার 14 বছরের ছাত্র (A 14-year-old student was tortured in Ushti's hostel) । এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ 24 পরগনার উস্তির একটি বেসরকারি স্কুলের বিরুদ্ধে । তবে ছাত্রটির নির্যাতনকারী কে বা কারা, তা নিয়ে দানা বেঁধেছে ঘোর রহস্য ।
রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় 14 বছরের কিশোরকে । সেই সময় তার নাক ও কান থেকে রক্ত পড়ছিল (Student Tortured in Hostel)। একটি চোখে ছিল জমাট রক্ত । আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে তার পুরুষাঙ্গেও । গলায় রয়েছে গভীর কালশিটে দাগ ।
বর্তমানে হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ওই কিশোর । ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায় । ইতিমধ্যেই কিশোরের পরিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে । প্রকৃত অপরাধীকে ধরতে থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষও । অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত ।
উস্তির মালঞ্চ মিশন উচ্চমাধ্যমিক আবাসিক স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে বছর 14-র মেধাবী কিশোর । স্কুলের হস্টেলে থেকেই পড়াশোনা করত সে । হস্টেলের একটি ঘরেই একসঙ্গে 20 জন ছাত্র থাকে । গত 30 মার্চ রাত 1টা নাগাদ ছাত্রটির চিৎকারে রুম ইনচার্জ ও কয়েকজন সহ-শিক্ষক ঘরে ছুটে এসে দেখেন ওই ছাত্রের নাক, কান দিয়ে রক্ত বের হচ্ছে । এক চোখে জমাট বেঁধে রয়েছে কালো রক্ত । গোঙানির শব্দ বেরোচ্ছে মুখ থেকে । গলায় রয়েছে কালশিটে দাগ । সঙ্গে সঙ্গে শিক্ষকরা তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যান ।