পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিষ্ণুপুরে 6 বছরের শিশুকে ধর্ষণ প্রতিবেশীর ! পশুদেরও ছাড়ত না অভিযুক্ত ? - শিশুকে ধর্ষণ

দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

6 years old girl allegedly raped by neighbor at south 24 parganas
বিষ্ণুপুরে 6-এর শিশুকে ধর্ষণ প্রতিবেশীর !

By

Published : Mar 30, 2021, 1:43 PM IST

Updated : Mar 30, 2021, 3:25 PM IST

বিষ্ণুপুর, 30 মার্চ:মায়ের শাড়ির কাজের জন্য পাথর আনতে গিয়েছিল 6 বছরের মেয়েটি । তখনই তাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ৷ অভিযুক্ত পলাতক ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত বিজয়রামপুরের ঘটনা ৷ অভিযোগ, প্রতিবেশী যুবক ধর্ষণ করার পর নাবালিকাকে হুমকি দিয়ে বলেছিল, পরিবারের কাউকে জানালে তাকে খুন করে দেওয়া হবে ৷ শিশুটি অসহ্য যন্ত্রণায় ছটফট করায় বাড়ির লোকের সন্দেহ হয় ৷ তখনই তাকে জিজ্ঞাসা করায় প্রকাশ পায় ধর্ষণের ঘটনা । অভিযুক্ত যুবককে প্রথমে ধরা গেলেও পরে সুযোগ বুঝে সে পালিয়ে যায় ৷

নাবালিকার মা বিষ্ণুপুর থানায় যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ ৷ নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হচ্ছে, স্থানীয় মানুষ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক মোর্তাজা মোল্লা চিকনের শাড়ি তৈরি করে ৷ তার কাছ থেকে নিয়ে এসে শাড়ি তৈরি করতেন নির্যাতিতার মা ৷ গতকাল সন্ধ্যায় নাবালিকা ঠাকুমার সঙ্গে কলে জল আনতে গিয়েছিল এবং মোর্তাজা মোল্লা শাড়ির পাথর আনতে যাওয়ার জন্য নাবালিকাকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ ৷ এরপর অভিযুক্ত তার বাড়ির পাশে বাগানের মধ্যে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ স্থানীয় মানুষজনের ৷

আরও পড়ুন:মাথাভাঙায় নাবালিকা ধর্ষণ, অভিযুক্তের শাস্তির দাবিতে পথ অবরোধ

নাবালিকা জানিয়েছে, সে চিৎকার চেঁচামেচি করায় কোনও এক ব্যক্তি বাগানের দিকে আলো ফেলেন ৷ তখনই শিশুটিকে ছেড়ে দেয় মোর্তাজা মোল্লা । অভিযোগ, মেয়েটির উপর শারীরিক নির্যাতন চালানোর ঘটনা কারওকে বললে তাকে খুন করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছিল অভিযুক্ত ৷ নির্যাতিতা বাড়ি এসে শারীরিক যন্ত্রণায় ছটফট করতে থাকলে তার মা মেয়েটিকে জিজ্ঞাসা করেন ৷ তখনই সব কথা তার মাকে জানায় মেয়েটি ৷ এরপর এই ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে ওঠেন ও মোর্তাজা মোল্লার বাড়িতে যান তাঁরা ৷ স্থানীয়রা চাপ দেওয়ায় মোর্তাজা মোল্লা স্বীকার করে নেয় যে, সে ধর্ষণ করেছে ৷ এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের । তাঁদের আরও অভিযোগ, মোর্তাজা মোল্লা কোনও পশুকে পর্যন্ত ছাড়ত না ৷ পশুদের উপরও সে নির্যাতন চালাত ৷ সেই নিয়ে মোর্তাজার বাবা-মাকে অনেক বার অভিযোগ জানান স্থানীয় মানুষ ৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি ।

Last Updated : Mar 30, 2021, 3:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details