পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Magrahat Kidnapping Case : মুক্তিপণ চেয়ে ফোন, পুলিশি তৎপরতায় উদ্ধার 2 অপহৃত, গ্রেফতার 6 - Magrahat Kidnapping Case

অপহরণের দু'দিন পর পুলিশের জালে 6 অপহরণকারী ৷ উদ্ধার দুই অপহৃত ৷ ঘটনাটি ঘটেছে মগরাহাট থানা এলাকায় (Magrahat Kidnapping Case) ৷

magrahat
ধৃত 6 অপহরণকারী

By

Published : Apr 29, 2022, 5:56 PM IST

মগরাহাট, 29 এপ্রিল : টাকা দেওয়ার নাম করে অপহরণ ৷ মাইক্রো ফাইনান্স কোম্পানির এক কর্মী ও তাঁর বন্ধুকে টাকা দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায় অপহরণকারীরা । এরপর চার লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে পরিবারকে ফোন করতেই মগরাহাট থানার দ্বারস্থ হয় পরিবার । তাতেই পুলিশের জালে 6 অপহরণকারী (6 Kidnappers Arrested in Magrahat) ৷ উদ্ধার দুই অপহৃত ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত দুই ব্যক্তি মগরাহাট থানা এলাকার বাসিন্দা ৷ মঙ্গলবার রাতে বেশ কয়েকজন অপহরণকারী বাইকের কিস্তির টাকা দেওয়ার নাম করে তাঁদের বারুইপুরে ডাকে । তাঁরা সেখানে যেতেই অপহরণ করা হয় । এরপর অপরিচিত নম্বর থেকে ফোন করে চার লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে পরিবারের কাছে ফোন আসে । মুক্তিপণ চাওয়াতে আতঙ্কিত হয়ে বৃহস্পতিবার মগরাহাট থানার দ্বারস্থ হয় (Magrahat Kidnapping Case) পরিবার ।

মুক্তিপণ চাওয়া নিয়ে অপহৃতের দাদার বক্তব্য

অভিযোগ পেতেই ডায়মন্ডহারবারের এসডিপিও মিঠুন কুমারের নেতৃত্বে বেশ কিছু ছোট ছোট দলে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে পুলিশ কর্মীরা ৷ শুরু হয় তল্লাশি অভিযান । তবে ঘন ঘন লোকেশন বদলাতে থাকে অপরাধীরা ৷ অবশেষে শুক্রবার ভোররাতে অপহরণকারীদের টাওয়ার লোকেশন ধরে কলকাতা সার্ভে পার্ক এলাকার গোপন আস্তানা থেকে নিরাপদে 2 অপহৃত ব্যক্তি উদ্ধার করা হয় ও 6 অপহরণকারীকে গ্রেফতার করে মগরাহাট থানার পুলিশ । শুক্রবার ধৃতদের ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হয় ।

আরও পড়ুন :Fake professor arrested for kidnapping minor: নাবালিকাকে মডেলিংয়ের টোপ দিয়ে অপহরণ, শ্রীঘরে ভুয়ো অধ্যাপক

ABOUT THE AUTHOR

...view details