মগরাহাট, 29 এপ্রিল : টাকা দেওয়ার নাম করে অপহরণ ৷ মাইক্রো ফাইনান্স কোম্পানির এক কর্মী ও তাঁর বন্ধুকে টাকা দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায় অপহরণকারীরা । এরপর চার লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে পরিবারকে ফোন করতেই মগরাহাট থানার দ্বারস্থ হয় পরিবার । তাতেই পুলিশের জালে 6 অপহরণকারী (6 Kidnappers Arrested in Magrahat) ৷ উদ্ধার দুই অপহৃত ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত দুই ব্যক্তি মগরাহাট থানা এলাকার বাসিন্দা ৷ মঙ্গলবার রাতে বেশ কয়েকজন অপহরণকারী বাইকের কিস্তির টাকা দেওয়ার নাম করে তাঁদের বারুইপুরে ডাকে । তাঁরা সেখানে যেতেই অপহরণ করা হয় । এরপর অপরিচিত নম্বর থেকে ফোন করে চার লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে পরিবারের কাছে ফোন আসে । মুক্তিপণ চাওয়াতে আতঙ্কিত হয়ে বৃহস্পতিবার মগরাহাট থানার দ্বারস্থ হয় (Magrahat Kidnapping Case) পরিবার ।