পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাসন্তীতে ৬টি বাড়িতে আগুন, পুড়ে ছাই লক্ষাধিক টাকার সম্পত্তি - চুনাখালি গ্রাম

আগুনে পুড়ে ছাই ক্যানিং এক চুনাখালি গ্রামের একাধিক বাড়ি ৷ কী কারণে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যয়নি ৷ তবে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ ৷

বাসন্তীতে ৬টি বাড়িতে আগুন
বাসন্তীতে ৬টি বাড়িতে আগুন

By

Published : Apr 27, 2021, 2:11 PM IST

ক্যানিং, 27 এপ্রিল : আগুনে পুড়ে ছাই হয়ে গেল ছ'টি বাড়ি। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার চুনাখালি গ্রাম পঞ্চায়েতের বড়িয়া পুকুরপাড়া এলাকায়। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় ঘন্টাদেড়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ কিন্তু ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় পরিবারগুলির সমস্ত আসবাবপত্র,গুরুত্বপূর্ণ কাগজ ও নথিপত্র ,লক্ষাধিক টাকার ধান ভর্তি গোলা,চাল এবং হাঁস মুরগিসহ গৃহস্থের সমস্ত জিনিস ৷ আগুন লাগার কারণ জানা যায়নি ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বাহিনী ৷

স্থানীয় সুত্রে খবর, দুপুরে বড়িয়া পুকুরপাড়া গ্রামের বাসিন্দা মিহির বৈরাগীর বাড়ি থেকে আগুনের কুন্ডলি ও ধোঁয়া বের হতে দেখা যায়। সেই আগুন দেখতে পায় স্থানীয়রা। আগুন নেভানোর কাজে হাত লাগান গ্রামের বাসিন্দারা। ততক্ষণে প্রতিবেশি অজিত বৈরাগী ,অমিয় বৈরাগী ও আনন্দ বৈরাগীদের ঘর আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে। একের পর এক ঘর পুড়তে থাকে।

বাসন্তীতে ৬টি বাড়িতে আগুন


ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার আইসি আব্দুর রব খান বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান । স্থানীয় গ্রামবাসীর ও বাসন্তী থানার পুলিশের প্রচেষ্টায় প্রায় 100 মিটার দুর থেকে পাম্প মেশিন চালিয়ে ডেলিভারি পাইপের সাহায্যে জল ঢেলে আগুন আয়ত্বে আনার চেষ্টা করা হয়।অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন।

আরও পড়ুন :বর কোভিড পজ়িটিভ, পিপিই পরেই বিয়ে দম্পতির ! ভাইরাল ভিডিয়ো

বাসন্তী ও গোসাবার বিডিও সৌগত সাহা ও সৌরভ মিত্রকে জানানো হয়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। তবে কীভাবে এমন অগ্নিকান্ডের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বাহিনী ৷

ABOUT THE AUTHOR

...view details