ক্যানিং, 27 এপ্রিল : আগুনে পুড়ে ছাই হয়ে গেল ছ'টি বাড়ি। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার চুনাখালি গ্রাম পঞ্চায়েতের বড়িয়া পুকুরপাড়া এলাকায়। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় ঘন্টাদেড়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ কিন্তু ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় পরিবারগুলির সমস্ত আসবাবপত্র,গুরুত্বপূর্ণ কাগজ ও নথিপত্র ,লক্ষাধিক টাকার ধান ভর্তি গোলা,চাল এবং হাঁস মুরগিসহ গৃহস্থের সমস্ত জিনিস ৷ আগুন লাগার কারণ জানা যায়নি ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বাহিনী ৷
স্থানীয় সুত্রে খবর, দুপুরে বড়িয়া পুকুরপাড়া গ্রামের বাসিন্দা মিহির বৈরাগীর বাড়ি থেকে আগুনের কুন্ডলি ও ধোঁয়া বের হতে দেখা যায়। সেই আগুন দেখতে পায় স্থানীয়রা। আগুন নেভানোর কাজে হাত লাগান গ্রামের বাসিন্দারা। ততক্ষণে প্রতিবেশি অজিত বৈরাগী ,অমিয় বৈরাগী ও আনন্দ বৈরাগীদের ঘর আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে। একের পর এক ঘর পুড়তে থাকে।