জয়নগর, 9 মার্চ:প্রধান সম্বল অদম্য জেদ আর হার না-মানা অধ্যাবসায় ৷ এই দু'য়ে ভর করেই নেপাল যাচ্ছেন ভারোত্তোলক তপন বিশ্বাস ৷ 57 বছরের তপন (57 Years Old Weight Lifter Tapan Biswas) দক্ষিণ 24 পরগনার জয়নগর মজিলপুর পৌরসভা এলাকার বাসিন্দা ৷ 10 মার্চ থেকে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ভারোত্তোলন প্রতিযোগিতা ৷ সেই প্রতিযোগিতাতেই ভারতের প্রতিনিধিত্ব করবেন তপন ৷ প্রতিযোগিতা চলবে আগামী 13 মার্চ পর্যন্ত ৷
কৃষক পরিবারের সন্তান তপনের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় ৷ তাঁদের জরাজীর্ণ বাড়ি দেখলেই অনটন স্পষ্ট হয়ে যায় ৷ সামান্য কিছু জমি রয়েছে তপনের ৷ সেখানেই চাষাবাদ করে সংসার চালান ৷ বাড়িতে স্ত্রী রয়েছেন ৷ দুই মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন ৷ অভাব তাঁদের নিত্যসঙ্গী ৷ তার উপর বয়সও বাড়ছে ৷ তবু নিজের অনুশীলন বন্ধ করেননি তপন ৷ এই তপস্যার ফলও মিলেছে ৷ রাজ্যস্তরের প্রতিযোগিতায় 12 বার প্রথম হয়েছেন তিনি ! ঝুলিতে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়নের পদক ৷ পাশাপাশি, 2018 সালের 22 এপ্রিল জাতীয় চ্যাম্পিয়নও হন তপন ৷ তারপরও অবশ্য সরকারিভাবে এই ভারোত্তোলক তেমন কোনও আর্থিক সাহায্য পাননি ৷