বাসন্তী, 7 এপ্রিল : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াল দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে। তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি বাসন্তী থানার কাঁঠালবেরিয়া পঞ্চায়েতের জমাদার পাড়ার।
বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম ৫ - tmc group clash
বাসন্তীতে যুব তৃণমূল করার অপরাধে মার! অভিযুক্ত তৃণমূল।
আহত
অভিযোগ, আজ সকালে জলিল জমাদার, নাজিমুল জমাদার ও তাদের সঙ্গীরা হামলা চালায় জামাত আলি জমাদার, নুর কাসিম জমাদার ও তাদের পরিবারের সদস্যের উপর। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। স্থানীয় তৃণমূল নেতা আবদুল মান্নান গাজি ওরফে মন্টু গাজি ও তার ছেলে রাজা গাজির নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ।
ঘটনার কথা অস্বীকার করেছে অভিযুক্ত। আহতদের অভিযোগ, তৃণমূল যুব কংগ্রেস করার অপরাধে মারধর করা হয়েছে। ভোটের মুখে এমন ঘটনা সামনে আসায় অস্বস্তিতে তৃণমূল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
Last Updated : Apr 7, 2019, 7:17 PM IST