ভাঙড়, 9 অগস্ট:পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে বুধবার ফের উত্তপ্ত হল ভাঙড়ের কাশীপুর থানা এলাকার মাঝেরহাটি গ্রাম ৷ ভাঙড় দু'নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল । বোর্ড গঠনের পর আইএসএফের কর্মী ও সমর্থকদের বাড়ি লক্ষ্য করে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। ঘটনায় দু’জন মহিলা ও দু’জন পুরুষ-সহ 5 জন আহত হয়েছেন ৷ আহতরা হলেন রিজিয়া বিবি, আসুরআলি মোল্লা, আরিফ মোল্লা আরও দু’জনের নাম জনা যায়নি ৷
আশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে যায় কাশীপুর থানার পুলিশ ৷ আহতরা সকলেই জিরানগাছা প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন ৷ অশান্তির পরেই এলাকার আইএসএফ কর্মী ও সমর্থকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন । জেসমিনা বিবি নামে এক আইএসএফ কর্মী তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, "আজ তৃণমূলের বোর্ড গঠন ছিল । সেই বোর্ড গঠন করে ফিরছিল । দুষ্কৃতীদের কাছে বোমা ছিল । চারটি বোমা মেরেছে একসঙ্গে । দোকানের পাশে কয়েকজন বসেছিলেন, সেই বোমা ছিটকে এসে লেগেছে তাঁদের । বার বার এমন ঘটনা ঘটছে, আর অভিযুক্তরা ছাড়া পেয়ে যাচ্ছে । আমরা চাই, অভিযুক্তদের গ্রেফতার করা হোক ।"