পৈলান, 18 ফেব্রুয়ারি: দলবদলের মরশুমে রক্তক্ষরণ অব্য়াহত তৃণমূল কংগ্রেসের ৷ প্রায় প্রতিদিনই কোনও না কোনও নেতা-মন্ত্রীর গেরুয়াশিবিরে যোগদানের খবরে সরগরম রাজ্য়রাজনীতি ৷ বৃহস্পতিবার যা আরও খানিকটা উসকে দিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দক্ষিণ 24 পরগনার পৈলানের সভা ৷ এদিন দলনেত্রীর সভায় গরহাজির রইলেন জেলার দুই তৃণমূল সাংসদ, এক বিধায়ক এবং এক মন্ত্রী ৷
বৃহস্পতিবার পৈলানে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের সভা। প্রসঙ্গত, এদিনই কাকদ্বীপে সভা করেন অমিত শাহ ৷ তার পালটা হিসাবে মমতা-অভিষেকের এই কর্মসূচি বলে মত ওয়াকিবহাল মহলের ৷
অথচ এমন একটা গুরুত্বপূর্ণ মঞ্চেই অনুপস্থিত থাকলেন এই জেলা থেকেই নির্বাচিত তৃণমূলের দুই সাংসদ, একজন মন্ত্রী এবং একজন বিধায়ক। গরহাজির ছিলেন যাদবপুরের সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল। একইসঙ্গে গরহাজির ছিলেন জেলার বিধায়ক এবং রাজ্যের সুন্দবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী মন্টুরাম পাখিরা। এছাড়াও অনুপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়।