বাসন্তী , 11 এপ্রিল : লকডাউনে বৈঠক ? তা নিয়ে মতান্তরের জেরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ৷ গুরুতর জখম 4 ৷ দক্ষিণ 24 পরগনার বাসন্তীর পানিখালি এলাকার ঘটনা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে বাসন্তী থানার পুলিশ ৷ আহতদের বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন ৷
লকডাউনে বৈঠক ! বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জখম 4 - corona
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ৷ গুরুতর জখম 4 ৷ দক্ষিণ 24 পরগনার বাসন্তীর পানিখালি এলাকার ঘটনা ৷
অভিযোগ, এলাকায় লকডাউন মানছে না যুব তৃণমূল নেতৃত্ব । সেই ঘটনার প্রতিবাদ করেন অন্য তৃণমূল কর্মীরা । তাতেই দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে ৷ এরপর তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় । সংঘর্ষে গুরুতর জখম হয় 4 জন ৷ খবর পেয়ে বাসন্তি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।
জানা গেছে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বোমাবাজি হয় । পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । আহত তৃণমূল কর্মীরা বলে, লকডাউন উপেক্ষা করে এলাকায় যুব তৃণমূলের কর্মীরা মিটিং করছিল । প্রতিবাদ করায় যুব তৃণমূলের কর্মীরা চড়াও হয় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর । তৃণমূলের 4 কর্মীকে বেধড়ক মারধর করা হয় । মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ৷ খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ আসে ৷ তখন পালিয়ে যায় অভিযুক্তরা । পুলিশের উপস্থিতিতে আহতদেরকে উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় । পরে আহত তৃণমূল কর্মীরা বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করে । পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ।