সাগর, 7 জুলাই : সমুদ্রে মাছ ধরতে গিয়ে ডুবে গেল চারটি ট্রলার । এফ বি নয়ন, এফ বি দশভূজা, এফ বি বাবাজি, এফ বি জয়যোগীরাজ নামে চারটি ট্রলার আজ বঙ্গোপসাগরে ডুবে যায় । ট্রলার চারটিতে 61 জন মৎস্যজীবী ছিলেন । এখনও পর্যন্ত 34 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ।
ঝড়ের তাণ্ডবে বঙ্গোপসাগরে ডুবল 4টি ট্রলার, নিখোঁজ অনেকে - Indian Boat Capsize
মাছ ধরতে গিয়ে ডুবে গেল চারটি ট্রলার । নিখোঁজ অনেকে । চলছে উদ্ধারকাজ ।
ট্রলার ডুবি
দিন তিনেক আগে 150 টি ট্রলার বঙ্গোপসাগরে যায় মাছ ধরতে । খারাপ আবহাওয়া ও প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে ট্রলারগুলি বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে । কিন্তু, উপকূলে ফেরার সময় বাংলাদেশের হাঁড়ভাঙা চরে ধাক্কা লেগে ডুবে যায় চারটি ট্রলার ।
এদিকে, খবর পাওয়ার পরই শুরু হয় উদ্ধারকাজ । 61 জনের মধ্যে 34 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে । তবে এখনও পর্যন্ত 27 জন মৎস্যজীবী নিখোঁজ । তাঁদের খোঁজে চলছে তল্লাশি ।
Last Updated : Jul 8, 2019, 12:31 AM IST