পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Snatcher Arrested : জীবনতলা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার 3 ছিনতাইকারী - jibantala

উদ্দেশ্য ছিল এক ব্যবসায়ীর টাকা ছিনতাই করা ৷ কিন্তু সূত্র মারফত খবর পেয়ে সেই ছক যৌথ উদ্যোগে বানচাল করল বারুইপুর ও জীবনতলা থানার পুলিশ ৷

ছিনতাই
ছিনতাই

By

Published : Aug 25, 2021, 12:39 PM IST

জীবনতলা, 25 অগস্ট : দিনের পর দিন দক্ষিণ 24 পরগনায় বেড়ে চলেছে দুষ্কৃতী দৌরাত্ম্য । এবার টাকা ছিনতাই করতে এসে পুলিশের জালে তিন ছিনতাইকারী ৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানা এলাকায় । ধৃতদের নাম ইন্দ্রনীল মণ্ডল, সুমন জানা ও মধুসূদন নস্কর । তাদের কাছ থেকে চারটে পাইপগান, পাঁচ রাউন্ড গুলি ও চারটে মোবাইল উদ্ধার করেছে পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সকলেরই বাড়ি জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর গ্রামে ৷

জীবনতলা থানা এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের উদ্দেশে মঙ্গলবার জড়ো হয় এই তিন দুষ্কৃতী । সূত্র মারফত সেই খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও জীবনতলা থানার পুলিশ যৌথ উদ্যোগে তল্লাশি চালিয়ে গ্রেফতার করে এই তিন দুষ্কৃতীকে । ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে ।

আরও পড়ুন :Raidighi Kidnap : রায়দিঘিতে স্থানীয়দের তৎপরতায় উদ্ধার অপহৃত ব্যক্তি, গ্রেফতার 3 অপহরণকারী

ABOUT THE AUTHOR

...view details