পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Maheshtala Fire : মহেশতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু একই পরিবারের 3 সদস্যের - মহেশতলার আক্রা কৃষ্ণনগর পূর্ব মণ্ডল

পরিবারের তিন জন মারা গেল আগুনে পুড়ে ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার মহেশতলায় ঘটেছে (Maheshtala Fire) ৷

Maheshtala Burnt House
মহেশতলায় আগুনে পুড়ে যাওয়া টালির বাড়ি

By

Published : Apr 17, 2022, 9:33 AM IST

Updated : Apr 17, 2022, 1:28 PM IST

মহেশতলা, 17 এপ্রিল : বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হল একই পরিবারের তিনজনের । মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার মহেশতলার আক্রা কৃষ্ণনগর পূর্ব মণ্ডল পাড়ায় । স্থানীয়দের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই বাড়িটিতে আগুন লেগে যায় । তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না । দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত ওই বাড়িটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ (Massive Fire breaks out in Maheshtala South 24 Parganas) ।

মহেশতলার পূর্ব মণ্ডল পাড়ার বাসিন্দা গোপাল গায়েন তাঁর পরিবার নিয়ে দোতলা বাড়িতে থাকেন । ওই বাড়ি সংলগ্ন একটি টালির একতলা বাড়িতে ভাড়া থাকেন পেশায় সব্জি বিক্রেতা প্রভাস মণ্ডল, তাঁর স্ত্রী সোমা, দুই সন্তান সাহেব ও রাহুল । ব্যবসার কাজে কাকভোরে উঠে প্রভাস বেরিয় যান । রাতে কখনওই বাড়িতে থাকতেন না তিনি ।

শনিবার রাতেও স্ত্রী ও দুই ছেলেই শুধু ভাড়াবাড়িতে ছিলেন । রাত 12টা নাগাদ স্থানীয়রা পোড়া গন্ধ পেতে শুরু করেন । তড়িঘড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন তাঁরা । ততক্ষণে অবশ্য ওই একতলা বাড়ির বেশিরভাগ অংশই আগুন গ্রাস করেছে । দমকলে খবর দেওয়া হলেও দমকল আসার আগেই জল ঢেলে আগুন নেভানোর কাজ শুরু করেন প্রতিবেশীরা ।

দক্ষিণ 24 পরগনার মহেশতলা এলাকায় রহস্যজনক ভাবে আগুনে পুড়ে মারা গিয়েছেন 3 জন

আরও পড়ুন : Viral Bike Fire Video : দাউ দাউ করে জ্বলছে মোটরবাইক, ভাইরাল ভিডিও নেট দুনিয়ায়

বেশ কিছুক্ষণ পর দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বাড়ির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা । ওই বাড়ির ভিতর থেকে সোমা (47) এবং তাঁর বড় ছেলে সাহেব ও ছোট ছেলে রাহুলের দগ্ধ দেহ উদ্ধার করে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।

স্থানীয়রা প্রথমে গ্যাস সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ড ঘটেছে ভাবলেও পরে দেখা যায় সিলিন্ডার থেকে গ্যাস লিক করলেও বিস্ফোরণ ঘটেনি । গ্যাস সিলিন্ডারটি আপাতত এলাকার পুকুরে ফেলে রাখা হয়েছে । নিহত মহিলার স্বামী ও প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তা বলছে পুলিশ । আজই ঘটনাস্থলে যেতে পারে ফরেনসিক টিম ।

Last Updated : Apr 17, 2022, 1:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details