পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

142 গ্রাম হেরোইন ও নগদ টাকা সহ গ্রেপ্তার 3 মাদক কারবারি - ক্যানিং

বেশ কিছুদিন ধরে বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন এলাকায় গোপনে হেরোইন, কোকেন, ব্রাউন সুগার সহ একাধিক মাদকের কারবার রমরমিয়ে চলছে। ক্যানিং থানা এলাকাতেও বেআইনি মাদক বিক্রির খবর আসে পুলিশের কাছে।

3 drug dealer arrested with 142 gms heroin in canning
গ্রেপ্তার হওয়া মাদক কারবারি

By

Published : Jan 8, 2021, 5:21 PM IST

বারুইপুর, 8 জানুয়ারি : মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে নেমে সাফল্য় পেল বারুইপুর কমিশনারেট। খবর পেয়ে অভিযান চালিয়ে 142 গ্রাম মাদক সহ 3 জনকে হাতেনাতে ধরে ফেলে ক্যানিং থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে নগদ 7 লাখ টাকা উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত আক্রম আলি মোল্লা, মিনারা বিবি, কুসুম বিবি স্থানীয় বোয়ার সিং এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন এলাকায় গোপনে হেরোইন, কোকেন, ব্রাউন সুগার সহ একাধিক মাদকের কারবার রমরমিয়ে চলছে। ক্যানিং থানা এলাকাতেও বেআইনি মাদক বিক্রির খবর কানে আসে পুলিশের কাছে। ঘটনার তদন্তে নেমে আক্রম আলি মোল্লা নামে এক ব্যক্তির নাম জানতে পারে পুলিশ। তারপর থেকে আক্রমের খোঁজ চলছিল বিভিন্ন এলাকায়। পুলিশ জানতে পারে, তালদি এলাকার বোয়ের সিং গ্রামে নিজের বাড়িতেই গা ঢাকা দিয়ে রয়েছে আক্রম। গতরাতে ক্যানিং থানার সাব-ইন্সপেক্টর জয়ন্ত পোদ্দারের নেতৃত্বে পুলিশ বাহিনী আক্রমের বাড়ি ঘিরে ফেলে। এরপর বাড়ি থেকে আক্রম আলি মোল্লাকে গ্রেপ্তার করা হয়। বাড়ি থেকে উদ্ধার হয় 142 গ্রাম হেরোইন সহ নগদ 7 লাখ টাকা। বাড়ি থেকে আক্রম ছাড়াও মিনারা বিবি এবং কুসুম বিবিকে আটক করে ক্যানিং থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে(NDPS) মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ধৃতরা মাদক কারবারিদের সঙ্গে যুক্ত। ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ। মাদক কারবারের এই জাল ভিন রাজ্যের বিভিন্ন মাদক কারবারির সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details