ক্যানিং, 16 জুলাই: ক্যানিংয়ের তৃণমূলের বুথ সভাপতি নান্টু গাজিকে খুনের অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ ৷ শুক্রবার রাতে খুন হন তৃণমূলের ওই বুথ সভাপতি ৷ তাঁর খুনের ঘটনায় অভিযোগের তির ছিল বিরোধীদের দিকে। এই খুনের ঘটনার কিনারা করতে জোরকদমে তদন্ত শুরু করে ক্যানিং থানা পুলিশ। তদন্তে নেমে এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রবিবার তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম রশিদ জমাদার, মোসলেম গাজি, ওরমজান গাজি ৷
ধৃতদেরকে রবিবার আলিপুর আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ক্যানিং থানা এলাকার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা গাজিপাড়ায় 242 নম্বর বুথের তৃণমূলের সভাপতি নান্টু গাজি বাজারে গিয়েছিলেন। অভিযোগ, বাড়ি ফেরার পথে রাস্তাতেই তাঁকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী। বেধড়ক মারধর করা হয় তাঁকে। কোপানো হয় ধারালো অস্ত্র দিয়ে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।