মথুরাপুর, 29 এপ্রিল: দ্বিতীয় কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল মথুরাপুরে । বয়স 52 বছর । তিনি মথুরাপুর স্টেশন রোড সংলগ্ন এলাকার বাসিন্দা । দিন তিনেক আগে তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা দেওয়ায় সোয়াবের নমুনা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয় । সেখানে থেকে নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । ইতিমধ্যে তাঁকে কলকাতার নিয়ে যাওয়া হয়েছে । পাশাপাশি, তাঁর সংস্পর্শে আসা 28 জনকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।
মথুরাপুরে দ্বিতীয় কোরোনা আক্রান্তের খোঁজ, কোয়ারানটিনে 28 - covid-19 pandemic
আরও এক আক্রান্তের খোঁজ মেলার পর মথুরাপুর থানার পুলিশ এলাকায় বহিরাগতদের প্রবেশ বন্ধ করে দিয়েছে । গোটা এলাকায় চলছে স্যানিটাইজ়েশনের কাজ ।
মথুরাপুরে দ্বিতীয় কোরোনা আক্রান্তের হদিস, কোয়ারেন্টিনে 28
ইতিমধ্যেই মথুরাপুর থানার পুলিশ এলাকায় বহিরাগতদের প্রবেশ বন্ধ করে দিয়েছে । এলাকায় চলছে স্যানিটাইজ়েশনের কাজ । ওই এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বিশেষ দলও এলাকায় পৌঁছেছে । কী করে ওই ব্যক্তি আক্রান্ত হল তা জানার চেষ্টা করছে পুলিশ ।
কয়েকদিন আগেই মথুরাপুরে প্রথম কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায় । এবার আরও একজন আক্রান্ত হল । তাঁদের মধ্যে কোনও যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।