পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বকখালির সমুদ্রে তলিয়ে গেলেন যুবক, চলছে তল্লাশি - বকখালি সমুদ্রে তলিয়ে গেল যুবক

কয়েকজন বন্ধুর সঙ্গে সমুদ্রে স্নান করতে নেমে সমুদ্রে তলিয়ে গেলেন এক যুবক। ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ স্পিডবোটে করে নিখোঁজ যুবকের খোঁজে সমুদ্রে তল্লাশি অভিযান শুরু করেছে । যদিও সন্ধ্যা পর্যন্ত যুবকের কোনও খোঁজ মেলেনি ।

যুবক
যুবক

By

Published : Feb 24, 2021, 9:30 PM IST

বকখালি, 24 ফেব্রুয়ারি :সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক । বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বকখালিতে । পুলিশ সূত্রে খবর, নিখোঁজ যুবকের নাম সুরজ মালি । তিনি বজবজের সন্তোষপুরের বাসিন্দা ।

আজ সকালে মিনিবাস ভাড়া করে বজবজের সন্তোষপুর থেকে সুরজ সহ 13 জন যুবক বকখালিতে পিকনিক করতে আসেন । বেলা সাড়ে 11 টা নাগাদ কয়েকজন বন্ধুর সঙ্গে সমুদ্রে স্নান করতে নেমেছিলেন সুরজ । তখন ভাটার টান চলছিল । সাঁতার কাটতে কাটতে সুরজ গভীর সমুদ্রে চলে যান । বাকিরা সমুদ্র তটে ফিরে আসতে পারলেও সুরজ পারেননি । আচমকাই ঢেউয়ের টানে বন্ধুদের চোখের সামনে তলিয়ে যান তিনি । সন্ধ্যা পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি ।
আরও পড়ুন : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গায়ের জামা খুলে প্রতিবাদ তৃণমূল বিধায়কের

ঘটনার খবর পেয়ে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ স্পিডবোটে করে নিখোঁজ যুবকের খোঁজে সমুদ্রে তল্লাশি অভিযান শুরু করেছে । যদিও সন্ধ্যা পর্যন্ত যুবকের কোনও খোঁজ মেলেনি । ঘটনার খবর পেয়ে বকাখালি আসে পরিবারের লোকজন ।

ABOUT THE AUTHOR

...view details