বকুলতলা (দক্ষিণ 24 পরগনা), 10 অক্টোবর: 22টি কেউটে সাপ উদ্ধার হল দক্ষিণ 24 পরগনার বকুলতলা থানা এলাকার বাটরা গ্রাম থেকে ৷ ওই গ্রামের বাসিন্দা অর্জুন রুইদাসের বাড়ি থেকে এই সাপগুলি উদ্ধার করা হয় ৷ অর্জুন রুইদাসের পরিবারের সদস্য মিনতি রুইদাসকে সাপে কামড়ানোর পর বিষয়টি সামনে আসে ৷ তার পর স্থানীয় দক্ষিণ বারাসত এলাকার এক সর্পপ্রেমী সমরেন্দ্র চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে সাপগুলিকে উদ্ধার করেন ৷ তিনিই বন দফতরকে খবর দেন ৷ বন দফতর কেউটেগুলিকে নিয়ে যায় ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মিনতি রুইদাসকে সাপে কামড়ায় ৷ তাঁকে স্থানীয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷ তিনি আপাতত সেখানেই চিকিৎসাধীন ৷ এর পর পরিবারের সদস্যরা সমরেন্দ্র চক্রবর্তীকে খবর দেন ৷ তিনি এলাকায় সর্পপ্রেমী হিসেবে পরিচিত ৷ কারণ, সাপ উদ্ধারই তাঁর কাজ ৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে একটি গর্ত থেকে দু’একটা সাপ বেরিয়ে আসে ৷ তার পর সেখানে ভালো করে পর্যবেক্ষণ করার পর দেখা যায় গর্তের ভিতর রয়েছে 22টি কোবরা ৷ ওই সর্পপ্রেমী এই সাপ উদ্ধার করে একটি জারে রাখেন ৷ খবর দেন বন দফতরে ৷ বন দফতরের কর্মীরা গিয়ে সাপগুলিকে নিয়ে যায় ৷