পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গঙ্গাসাগরে পুণ্যস্নানে এসে মৃত্যু ভিন্নরাজ্যের 2 তীর্থযাত্রীর - গঙ্গাসাগর

2 Pilgrims Dead in Gangesagar: গঙ্গাসাগরের পুণ্যস্নানে এসে মৃত্যু হল দুই তীর্থযাত্রীর ৷ জানা গিয়েছে, দু’জনেই ভিনরাজ্যের বাসিন্দা ছিলেন ৷ একজন উত্তরপ্রদেশের বাসিন্দা এবং অপরজন রাজস্থান থেকে এসেছিলেন গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নানের জন্য ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 10:34 PM IST

গঙ্গাসাগরে পুণ্যস্নানে এসে মৃত্যু ভিন্নরাজ্যের 2 তীর্থযাত্রীর

গঙ্গাসাগর, 13 জানুয়ারি: গঙ্গাসাগর পুণ্যস্নানে এসে মৃত্যু দুই পুণ্যার্থীর ৷ দু’জনেই ভিনরাজ্যের বাসিন্দা ৷ মৃতদের নাম প্রহ্লাদ সিং (69) এবং মোহনলাল প্রজাপতি (57) ৷ প্রহ্লাদ উত্তরপ্রদেশের লখিমপুর খেড়ির বইরা গ্রামের বাসিন্দা । মোহনলাল রাজস্থানের দোওসার বাসিন্দা ৷ দু’জনেরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ৷ তবে, দু’জনেরই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ৷ দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে দেহ সৎকারে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ৷

প্রশাসনের তরফে জানানো হয়েছে, গঙ্গাসাগরে আসার সময় নামখানা ফেরিঘাটের কাছে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রহ্লাদ সিং নামে ওই বৃদ্ধ পুণ্যার্থী ৷ তৎক্ষণাৎ সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা তাঁকে উদ্ধার করে নামখানা নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান ৷ সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে নামখানা সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

অন্যদিকে, গঙ্গাসাগরে স্নান করার সময় জ্ঞান হারান রাজস্থান থেকে আসা মোহনলাল প্রজাপতি ৷ জলের মধ্যেই পড়ে যান তিনি ৷ সেখানে উপস্থিত বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্য ভলান্টিয়াররা তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ কিন্তু, সেখানে তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷ দু’টি দেহই কাকদ্বীপ পুলিশ মর্গে পাঠানো হয়েছে ৷ সেখান থেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ৷ সবরকম আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷

তবে, মৃতদের দেহ তাঁদের গ্রামে নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে ৷ সেই কারণে, দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে দেহ সৎকারে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে মৃতদের পরিবারকে ৷ জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে, কোনও পুণ্যার্থী অসুস্থ বোধ করলে, আগে থেকে যেন অস্থায়ী স্বাস্থ্য শিবির অথবা পুলিশ ও ভলান্টিয়ারদের জানান ৷ সামান্য অসুস্থতাকেও এড়িয়ে যেতে নিষেধ করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. গঙ্গাসাগরে অসুস্থ 2 পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতায় পাঠাল প্রশাসন
  2. ইডির উপর হামলা নিয়ে ছেড়ে কথা বলবে না বিজেপি, গঙ্গাসাগর থেকে হুঁশিয়ারি সুকান্তর
  3. জোয়ারের জলে প্লাবিত গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

ABOUT THE AUTHOR

...view details