গঙ্গাসাগরে পুণ্যস্নানে এসে মৃত্যু ভিন্নরাজ্যের 2 তীর্থযাত্রীর গঙ্গাসাগর, 13 জানুয়ারি: গঙ্গাসাগর পুণ্যস্নানে এসে মৃত্যু দুই পুণ্যার্থীর ৷ দু’জনেই ভিনরাজ্যের বাসিন্দা ৷ মৃতদের নাম প্রহ্লাদ সিং (69) এবং মোহনলাল প্রজাপতি (57) ৷ প্রহ্লাদ উত্তরপ্রদেশের লখিমপুর খেড়ির বইরা গ্রামের বাসিন্দা । মোহনলাল রাজস্থানের দোওসার বাসিন্দা ৷ দু’জনেরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ৷ তবে, দু’জনেরই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ৷ দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে দেহ সৎকারে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ৷
প্রশাসনের তরফে জানানো হয়েছে, গঙ্গাসাগরে আসার সময় নামখানা ফেরিঘাটের কাছে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রহ্লাদ সিং নামে ওই বৃদ্ধ পুণ্যার্থী ৷ তৎক্ষণাৎ সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা তাঁকে উদ্ধার করে নামখানা নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান ৷ সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে নামখানা সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
অন্যদিকে, গঙ্গাসাগরে স্নান করার সময় জ্ঞান হারান রাজস্থান থেকে আসা মোহনলাল প্রজাপতি ৷ জলের মধ্যেই পড়ে যান তিনি ৷ সেখানে উপস্থিত বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্য ভলান্টিয়াররা তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ কিন্তু, সেখানে তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷ দু’টি দেহই কাকদ্বীপ পুলিশ মর্গে পাঠানো হয়েছে ৷ সেখান থেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ৷ সবরকম আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷
তবে, মৃতদের দেহ তাঁদের গ্রামে নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে ৷ সেই কারণে, দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে দেহ সৎকারে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে মৃতদের পরিবারকে ৷ জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে, কোনও পুণ্যার্থী অসুস্থ বোধ করলে, আগে থেকে যেন অস্থায়ী স্বাস্থ্য শিবির অথবা পুলিশ ও ভলান্টিয়ারদের জানান ৷ সামান্য অসুস্থতাকেও এড়িয়ে যেতে নিষেধ করা হয়েছে ৷
আরও পড়ুন:
- গঙ্গাসাগরে অসুস্থ 2 পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতায় পাঠাল প্রশাসন
- ইডির উপর হামলা নিয়ে ছেড়ে কথা বলবে না বিজেপি, গঙ্গাসাগর থেকে হুঁশিয়ারি সুকান্তর
- জোয়ারের জলে প্লাবিত গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন, ক্ষতির মুখে ব্যবসায়ীরা