ডায়মণ্ডহারবার, 9 ফেব্রুয়ারি : নিয়ন্ত্রণ হারিয়ে পরপর প্রায় দশটি দোকানে ধাক্কা মারল একটি বাস ৷ এরপর বাসটি ঢুকে যায় একটি বাড়ির মধ্যে ৷ ঘটনায় আহত হয়েছেন 2 জন ৷ ঘটনাটি ঘটে ডায়মণ্ডহারবারের 246 রোডের মিস্ত্রি পাড়ায় ৷ আহতদের ভরতি করা হয়েছে স্থানীয় হাসপাতালে ৷ সূত্রের খবর, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ৷
আরও পড়ুন :"অসম্মান হতে হচ্ছিল", তৃণমূল ছেড়ে বললেন বারুইপুরের অঞ্চল সভাপতি
জানা গিয়েছে, এদিন ভোরে একটি ট্যুরিস্ট বাস 246রোডের মিস্ত্রি পাড়ার কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ যদিও বাসে কোনও যাত্রী ছিল না ৷ এরপরেই পর পর প্রায় দশটি দোকানে বাসটি ধাক্কা মারে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির মধ্যেও ঢুকে যায় বাসটি ৷ ঘটনায় জখম হয়েছেন দু জন ৷ আহতদের নাম হাফিজুল রহমান জমদার ও আব্দুল হালিম শেখ ৷
ভিডিয়োতে শুনুন আহত ব্যক্তির বক্তব্য আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷ হাসপাতাল সূত্রের খবর, আহত আব্দুল হালিম শেখের একটি হাত বাদ চলে যায় ৷ পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় কোস্টাল থানার পুলিশ ৷ ঘটনাস্থানে যায় ওসি সন্দীপ পালও ৷ ঘাতক গাড়ির চালক সহ গাড়িটিকে আটক করা হয় ৷