বারুইপুর, 13 মে: সকাল থেকে সুনসান বারুইপুর থানার পাঁচঘড়া এলাকা । আজ থেকে এলাকার সমস্ত দোকানপাট বন্ধ । মঙ্গলবারের পুলিশ পেটানোর ঘটনার পর থেকে থমথমে পাঁচঘড়া এলাকা । আতঙ্কে বাড়ি থেকে বের হচ্ছেন না স্থানীয় বাসিন্দারা । পুলিশ কড়া হতেই বদলে গেছে এলাকার ছবি ।
পুলিশ পেটানোর পর সুনসান বারুইপুরের মল্লিকপুর এলাকা, গ্রেপ্তার আরও 2 - মল্লিকপুরে পুলিশ পেটানোর ঘটনায় গ্রেপ্তার আরও 2
পুলিশের ভয়ে কেউ বাইরে বের হচ্ছে না । গতকাল যেখানে চায়ের দোকান বন্ধ করতে গিয়ে পুলিশকে মার খেতে হয়েছিল সেখানেই আজ রাস্তাঘাট খাঁ খাঁ করছে ।
মঙ্গলবার বারুইপুরের পাঁচঘড়া এলাকার কন্টেইনমেন্ট জ়োনে চায়ের দোকান খোলা নিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত হয় পুলিশ । উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুরও করে । বারুইপুর থানার পুলিশ এই ঘটনায় মোট 20 জনকে গ্রেপ্তার করেছে । আজ সকাল থেকে অবশ্য অন্য ছবি পুরো এলাকা জুড়ে । গতকাল ঘটনার পর থেকেই কড়া হাতে ব্যবস্থা নেয় বারুইপুর থানার পুলিশ । ঘটনার পরপরই বারুইপুর sdpo এবং বারুইপুর থানার IC-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এসে লাঠিচার্জ করে । একের পর এক গ্রেপ্তারও শুরু হয় । পুলিশ পেটানোর অপরাধে গতকাল 18 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ । বুধবার ফের নতুন করে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ । আজ তাদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । পুলিশের ভয়ে কেউ বাইরে বের হচ্ছে না । গতকাল যেখানে চায়ের দোকান বন্ধ করতে গিয়ে পুলিশকে মার খেতে হয়েছিল সেখানেই আজ রাস্তাঘাট খাঁ খাঁ করতে দেখা গেল ।