ব্যারাকপুর, 20 অক্টোবর : আচমকা বিস্ফোেরণে কেঁপে উঠল ব্যারাকপুর ৷ বিস্ফোরণে 2 জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে । বুধের সকালে ব্যারাকপুর কালিয়া নিবাস জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির ছাদ-সহ ঘরের সমস্ত দরজা জানালার কাচ ফেটে চৌচির হয়ে যায় ৷
ঘটনায় জখম তিনজন ৷ এদের মধ্যে দু'জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদিন সকাল দশটা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বাড়ির মালিক বাড়িতে থাকতেন না বলে জানা গিয়েছে ৷ নিচেরতলায় ভাড়া থাকত দুই পরিবার ৷ যে ঘরে বিস্ফোরণ ঘটেছে সেই ঘরে মিলেছে অনেকগুলো কেমিক্যাল ভর্তি ড্রাম। দুই পরিবারের মধ্যে একটি পরিবারে মাত্র একজন সদস্যই থাকতেন ৷ নাম সাঈই জিদাল। স্থানীয়রা প্রথমে মনে করেন গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে ৷ কিন্তু ঘরে গিয়ে দেখা যায় তিনটি গ্যাস সিলিন্ডারই অক্ষত অবস্থায় রয়েছে ।