পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃত 2 - bamanghata

বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে মৃত্যু হল দুই ব্যক্তির ৷ ঘটনাটি ঘটেছে ভাঙড়ের বাসন্তী হাইওয়ের বামনঘাটা এলাকায় ৷ বাসের চালক ও খালাসি পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।

ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃত 2
ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃত 2

By

Published : Apr 13, 2021, 1:58 PM IST

Updated : Apr 13, 2021, 3:25 PM IST

ভাঙড় , 13 এপ্রিল : পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির । মঙ্গলবার সকাল 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে ভাঙড়ের বাসন্তী হাইওয়ের বামনঘাটা এলাকায় । মৃতরা হলেন চন্দন সরকার (40) ও বিমল নস্কর (46)। ঘটনার পর থেকেই বাসের চালক ও খালাসি পলাতক।

বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে । পুলিশ সূত্রে খবর, দুই বাইক আরোহী বামনঘাটা থেকে ঘটকপুকুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় ঘটকপুকুর থেকে 213 রুটের একটি বাস বামনঘাটার দিকে যাচ্ছিল। বাসন্তী হাইওয়েতে দ্রুতগতিতে থাকা বাইকটি বাসের সামনে ধাক্কা মারে।

ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃত 2

ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দুজন বাইক আরোহী। স্থানীয় বাসিন্দারা এসে তাঁদের উদ্ধার করে। খবর পেয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দু’জনকে উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁদের মৃত বলে ঘোষণা করে।

লেদার কমপ্লেক্স থানার পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ দু’টি কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে পাঠায় । ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বাসের চালক ও খালাসির খোঁজে তল্লাশি শুরু করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।

আরও পড়ুন :ধর্ষণে অভিযুক্তও লড়ছেন, পঞ্চম দফায় 25% প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা

Last Updated : Apr 13, 2021, 3:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details